ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
অবৈধ ইটভাটা বন্ধে সরকার কঠোর: বিকল্প হিসেবে জনপ্রিয় হচ্ছে কংক্রিট ব্লক বাউফলে পৃথকভাবে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন আদমদিঘিতে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা- র‌্যালি সুন্দরগঞ্জে বিএনপির দুই গ্রুপের কর্মসূচিকে ঘিরে ১৪৪ ধারা জারি ক্রীড়াঙ্গনে হস্তক্ষেপের অভিযোগ আমিনুল হকের ইডেন মহিলা কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে ভর্তি ও নিয়োগ পরীক্ষার সম্মানী বন্টনে আর্থিক অনিয়মের অভিযোগ! গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ডঃ মঈনুল ইসলামের অবৈধ সম্পদের পাহাড়! ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিরাজদিখানে বিএনপি’র র‍্যালি নাটোরে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান শরীয়তপুরে সিপিবি’র জেলা সম্মেলন অনুষ্ঠিত

সুন্দরগঞ্জে বিএনপির দুই গ্রুপের কর্মসূচিকে ঘিরে ১৪৪ ধারা জারি

মোঃ ওমর ফারুক,গাইবান্ধা-

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে গাইবান্ধার সুন্দরগঞ্জে একই স্থানে পৃথক কর্মসূচি (সভা-সমাবেশ) ঘোষণা করে বিএনপির দুই গ্রুপ। এতে সম্ভাব্য আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় উপজেলা প্রশাসন পৌরসভা ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস এই আদেশ জারি করেন। নির্দেশনায় বলা হয়, বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।

নিষেধাজ্ঞা:

এই সময়ে— কোনো আগ্নেয়াস্ত্র, লাঠি বা দেশীয় অস্ত্র বহন ও প্রদর্শন, মাইকিং বা যেকোনো শব্দযন্ত্র ব্যবহার, পাঁচজন বা তার অধিক লোকের একত্রে চলাফেরা, সভা-সমাবেশ ও মিছিল আয়োজন—সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

দুই গ্রুপের অবস্থান:

জানা গেছে, বিএনপির অভ্যন্তরীণ বিরোধের জেরে দুই সপ্তাহ ধরে ইউনিয়ন ও পৌরসভায় সদস্য নবায়ন, সংগ্রহ ও কমিটি গঠনকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলছে। এর ধারাবাহিকতায় প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপ পৃথক কর্মসূচির ঘোষণা দেয়।

বিক্ষুব্ধ গ্রুপের নেতৃত্বে রয়েছেন—

জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মোজহারুল ইসলাম, সহ-সভাপতি অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম জিন্নাহ, জেলা বিএনপির উপদেষ্টা মো. মনোয়ার আলম সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক নজমুল হুদা, বিএনপি নেতা আরেফিন আজিজ সরদার সিন্টু এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নাহমুদুল হক রাসেল।

অপর গ্রুপের নেতৃত্বে রয়েছেন—

উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক মো. বাবুল আহমেদ সদস্য সচিব মো. মাহমুদুল ইসলাম প্রামানিক।

১৪৪ ধারা জারি হওয়ায় বিক্ষুব্ধ গ্রুপ দহবন্দ ইউনিয়নের ধুমাইটার ফাজিল মাদ্রাসা মাঠে সমাবেশ করার ঘোষণা দিয়েছে। তবে অপর গ্রুপের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

প্রশাসনের অবস্থান:

সুন্দরগঞ্জ থানার ওসি মো. আব্দুল হাকিম আজাদ বলেন, “আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানাই।”

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

অবৈধ ইটভাটা বন্ধে সরকার কঠোর: বিকল্প হিসেবে জনপ্রিয় হচ্ছে কংক্রিট ব্লক

সুন্দরগঞ্জে বিএনপির দুই গ্রুপের কর্মসূচিকে ঘিরে ১৪৪ ধারা জারি

আপডেট টাইম : ০৩:২৪:০৯ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

মোঃ ওমর ফারুক,গাইবান্ধা-

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে গাইবান্ধার সুন্দরগঞ্জে একই স্থানে পৃথক কর্মসূচি (সভা-সমাবেশ) ঘোষণা করে বিএনপির দুই গ্রুপ। এতে সম্ভাব্য আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় উপজেলা প্রশাসন পৌরসভা ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস এই আদেশ জারি করেন। নির্দেশনায় বলা হয়, বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।

নিষেধাজ্ঞা:

এই সময়ে— কোনো আগ্নেয়াস্ত্র, লাঠি বা দেশীয় অস্ত্র বহন ও প্রদর্শন, মাইকিং বা যেকোনো শব্দযন্ত্র ব্যবহার, পাঁচজন বা তার অধিক লোকের একত্রে চলাফেরা, সভা-সমাবেশ ও মিছিল আয়োজন—সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

দুই গ্রুপের অবস্থান:

জানা গেছে, বিএনপির অভ্যন্তরীণ বিরোধের জেরে দুই সপ্তাহ ধরে ইউনিয়ন ও পৌরসভায় সদস্য নবায়ন, সংগ্রহ ও কমিটি গঠনকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলছে। এর ধারাবাহিকতায় প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপ পৃথক কর্মসূচির ঘোষণা দেয়।

বিক্ষুব্ধ গ্রুপের নেতৃত্বে রয়েছেন—

জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মোজহারুল ইসলাম, সহ-সভাপতি অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম জিন্নাহ, জেলা বিএনপির উপদেষ্টা মো. মনোয়ার আলম সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক নজমুল হুদা, বিএনপি নেতা আরেফিন আজিজ সরদার সিন্টু এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নাহমুদুল হক রাসেল।

অপর গ্রুপের নেতৃত্বে রয়েছেন—

উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক মো. বাবুল আহমেদ সদস্য সচিব মো. মাহমুদুল ইসলাম প্রামানিক।

১৪৪ ধারা জারি হওয়ায় বিক্ষুব্ধ গ্রুপ দহবন্দ ইউনিয়নের ধুমাইটার ফাজিল মাদ্রাসা মাঠে সমাবেশ করার ঘোষণা দিয়েছে। তবে অপর গ্রুপের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

প্রশাসনের অবস্থান:

সুন্দরগঞ্জ থানার ওসি মো. আব্দুল হাকিম আজাদ বলেন, “আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানাই।”