কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি-
গাজীপুরের কালীগঞ্জে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে বকনা, গরু ও উপকরণের প্যাকেজ বিতরণ করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টম্বর ২০২৫) উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে বকনা, গরু ও উপকরণের প্যাকেজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃমোঃমাহমুদুল হাসান, উপজেলা প্রকৌশলী মোঃরেজাউল হক, উপজেলা ভেটেরিনারী সার্জন ডাঃমোহাম্মদ মামুন মিয়া প্রমুখ।
এ সময় উপজেলাধীন নাগরী ইউনিয়নের পানজোরা কুমারবাড়ি এলাকার তুলসী রানী পালকে ১টি বকনা ও জাঙ্গালিয়া ইউনিয়নের আদি জাঙ্গালিয়া গ্রামের মানিক পালকে ২টি বকনা এবং জাঙ্গালীয়া ইউনিয়নাধীন ছাতিয়ানী গ্রামের শেখর কুমার চন্দ্রকে ১টি ষাড় গরু ও তুমলিয়া ইউনিয়নাধীন আড়াবান্দাখোলা গ্রামের জগো বর্মনকে ১টি ষাড় গরু মোট ৪ জনের মাঝে ২টি বকনা ও ২টি ষাড় গরু বিনামূল্যে প্রদান করা হয়। তাছাড়াও প্রত্যেক সুফলভোগীদের ১২৫ কেজি করে গরুর খাবার, ঘোয়ালঘর নির্মানের জন্য টিন ও খুটি বিতরণ করা হয়।