শরীয়তপুর প্রতিনিধি-
শরীয়তপুর জেলা পরিষদের উদ্যোগে “সমগ্র জেলা ব্যাপী ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষরোপণ-২০২৫” কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় শরীয়তপুর সদর উপজেলার ১০১ নং উত্তর দেওভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি শরীয়তপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাহসিনা বেগম।
প্রধান অতিথি তাহসিনা বেগম তার বক্তব্যে বলেন,
“বৃক্ষ হচ্ছে জীবনের জন্য অপরিহার্য। জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ে তুলতে আমাদের বেশি করে গাছ লাগাতে হবে। শরীয়তপুর জেলায় এই কর্মসূচির মাধ্যমে শুধু বৃক্ষরোপণ নয়, বরং মানুষের মধ্যে সচেতনতা তৈরি হবে। প্রত্যেকেই যদি অন্তত একটি করে গাছ লাগায় এবং তার যত্ন নেয়, তবে শরীয়তপুর একটি সবুজ-সুন্দর জেলায় পরিণত হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বক্তারা বলেন, বৃক্ষ শুধু অক্সিজেন দেয় না, এটি মাটি ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ফলজ, বনজ ও ভেষজ গাছ লাগিয়ে পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি ও পরিবেশ রক্ষায় অবদান রাখা সম্ভব।
অনুষ্ঠানটি পরিচালনা করেন শরীয়তপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মোঃ নজরুল ইসলাম। তিনি বলেন,
“এই কর্মসূচির মাধ্যমে জেলার প্রতিটি উপজেলায় কয়েক হাজার ফলজ, বনজ ও ভেষজ চারা রোপণ করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের হাতে একটি করে চারা তুলে দেওয়া হবে, যাতে তারা ছোটবেলা থেকেই গাছের গুরুত্ব সম্পর্কে সচেতন হয়।”
উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীরা হাতে চারা নিয়ে পরিবেশ রক্ষার শপথ গ্রহণ করে। পরে বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ ও ভেষজ গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে শরীয়তপুর আরও সবুজ, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর জেলায় রূপ নেবে।