গাইবান্ধা প্রতিনিধি
সারাদেশে ‘মব-সন্ত্রাস’ বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শহরের এক নম্বর রেলগেট এলাকায় দলটির জেলা কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুরাদ জামান রব্বানী, সদস্য কমরেড রেবতী মোহন বর্মন, সুপ্রিয়া দেব, যজ্ঞেশ্বর বর্মন, রানু সরকার প্রমুখ।
বক্তারা বলেন, এক বছর আগে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল, তাদের কর্মকাণ্ড মানুষের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। এক বছরের মধ্যে ২৭ লাখ মানুষ দারিদ্রসীমার নিচে নেমে গেছে। দেশে প্রতিনিয়ত মব-সন্ত্রাস চলছে, সাধারণ মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, অসংখ্য মাজার ভাঙচুর এমনকি কবর থেকে লাশ তুলে পোড়ানোর মতো জঘন্য ঘটনাও ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে হয়েছে ব্যাপক অনিয়ম।
তারা অভিযোগ করেন, এসব কারণে জনগণের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে।
বক্তারা অবিলম্বে মব-সন্ত্রাস বন্ধ, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্রুত নির্বাচন আয়োজনের মাধ্যমে দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরানোর আহ্বান জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।