বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন মির্জাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী।
শুক্রবার ( ২৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা জামায়াতে ইসলামীর শতশত নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিল পূর্বে উপজেলা জামায়াতে সভাপতি মাওলানা মো. শাহজাহানের সভাপতিত্বে ও সেক্রেটারী জেনারেল মাওলানা মোঃ শাহজালালের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা সহকারী সেক্রেটারী জেনারেল ও পটুয়াখালী-১ আসনের নির্বাচন পরিচালক অধ্যাপক আলমগীর হোসেন।
আরও বক্তব্যে রাখেন জেলা বায়তুল মাল সম্পাদক মো. নজরুল ইসলাম সোহাগ, সাবেক উপজেলা আমীর, মির্জাগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও সুরা সদস্য মুহা সিরাজুল হক, মির্জাগঞ্জ উপজেলা জামায়াত ইসলামী সাবেক সেক্রেটারি মাওলানা আবু তালেব খান প্রমূখ।
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : 





















