মাগুরার শ্রীপুর উপজেলার ৭ নম্বর সব্দালপুর ইউনিয়নের ভূমি অফিসের সহকারী কর্মকর্তা (নায়েব) শামীমের বিরুদ্ধে জমি নামজারিসহ বিভিন্ন কাজে নিয়ম-নীতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, শামীম টাকা ছাড়া কোনো কাজ করেন না এবং অর্থের বিনিময়ে জমির কাগজপত্র যাচাই-বাছাই ছাড়াই প্রতিবেদন তৈরি করেন। তার এই প্রক্রিয়ায় প্রতারিত হচ্ছেন অসংখ্য নিরীহ মানুষ, যারা পরবর্তীতে জমি নিয়ে মামলা ও জটিলতায় পড়ছেন।
জমির নামজারি সরজমিনে যাচাই না করে মোটা অংকের টাকার বিনিময়ে অনুমোদন করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। স্থানীয়রা জানান, শামীম দালাল চক্রের সহায়তায় অবৈধভাবে বিভিন্ন জমি সংক্রান্ত কাজের অনুমোদন দিচ্ছেন। দালালদের মাধ্যমে কাজ করায় ভূমি মালিকরা প্রতারণার শিকার হচ্ছেন, যা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
কোন জমির দাখিলে ৫০০ টাকা হলে (নায়েব) শামীম ওই জমির মালিকের নিকট থেকে নেন ১৫ থেকে ২০ হাজার টাকা। তাছাড়া মোটা অংকের ঘুসের বিনিময়ে খাস জমি দেয়ার বন্ধবস্ত করে দেন তিনি।
একজন ভুক্তভোগী, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক, জানান, “আমি জমির নামজারি করতে অনেক চেষ্টার পরেও সঠিক কাগজপত্র থাকা সত্ত্বেও ভোগান্তির শিকার হচ্ছি। টাকা না দিলে কোনো কাজ হয় না।” তার মতো আরও অনেকেই জমি সংক্রান্ত জটিলতার কারণে নিজেদের সম্পত্তি নিয়ে উদ্বেগে রয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে নায়েব শামীম বলেন, “আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে এসিল্যান্ডের কাছে জানানো হোক।” তবে সাংবাদিকদের সাথে তিনি বিস্তারিত কথা বলতে রাজি হননি। আরো বিস্তারিত দ্বিতীয় পর্বে দেখুন।
শিরোনাম :
মাগুরার শ্রীপুরের ভূমি অফিসে দুর্নীতি, নায়েব শামীমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
-
মাগুরা প্রতিনিধি :
- আপডেট টাইম : ০৮:৩৭:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
- ৭৮১ বার পড়া হয়েছে
ট্যাগস