শরীয়তপুর প্রতিনিধি-
প্রস্তাবিত ফরিদপুর বিভাগে শরীয়তপুর জেলার নাম অন্তর্ভুক্ত না করার দাবিতে আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টা ৩০ মিনিটে শরীয়তপুর জেলা শহরে ব্যাপক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন “জাগো শরীয়তপুর” এ কর্মসূচির আয়োজন করে।
সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ ব্যানার, প্ল্যাকার্ড ও শ্লোগান নিয়ে শহরের প্রধান সড়কগুলোতে সমবেত হন। পরে বিক্ষোভকারীরা একটি বিশাল মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হন।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, শরীয়তপুর জেলার ঐতিহাসিক, ভৌগোলিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থানকে উপেক্ষা করে প্রস্তাবিত ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা জনগণের স্বার্থবিরোধী। তারা আরও দাবি জানান, শরীয়তপুরের স্বকীয়তা ও স্বার্থ রক্ষার্থে এ সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহার করতে হবে।
জাগো শরীয়তপুর এর নেতৃবৃন্দ সমাবেশে বলেন—
“আমাদের জেলার মানুষের মতামতকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যাবে না। শরীয়তপুরের উন্নয়ন ও প্রশাসনিক কাঠামোতে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আমরা চাই শরীয়তপুরকে প্রস্তাবিত বিভাগ থেকে বাদ দেওয়া হোক। অন্যথায় আমরা আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো।”
সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক দলের নেতাকর্মী, ছাত্রসমাজ ও স্থানীয় জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বক্তারা সরকারকে সতর্ক করে বলেন, যদি জনগণের মতামতকে উপেক্ষা করে শরীয়তপুরকে জোরপূর্বক ফরিদপুর বিভাগের অন্তর্ভুক্ত করা হয়, তবে তা মেনে নেওয়া হবে না। প্রয়োজনে জেলার সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবে।
সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়।