নাদিম হায়দার, মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের ব্যাপক অভিযানেও থামানো যাচ্ছেনা অবৈধ ড্রেজার ব্যাবসা। জেলার ছয় উপজেলার মধ্যে সিরাজদিখান অন্যতম।
উপজেলায় প্রশাসনের কঠোর পদক্ষেপে পরিচালনায় অভিযানে অসাধু ব্যবসায়-সম্পৃক্ত লোকদের করছেন জরিমানা ও বিকোল করছেন ড্রেজার মেশিন ও পাইপ। তাতেও যেন ভেঙে পড়ছেনা অসাধু ব্যাবসায়ীদের মনবল। একদিকে অভিযান পরিচালনা করলেও অন্যদিকে তারা অতিদ্রুত ফের মেরামত করে পূর্ণরায় শুরু করছে অবৈধভাবে ড্রেজার ব্যাবসা। এই অবৈধ ড্রেজার বানিজ্য বন্ধে ও ফসলী জমি রক্ষায় গত ৩০ সেক্টেম্বর ২৫ তারিখ বেলা ১২:০০ ঘটিকা থেকে ২:৩০ ঘটিকা পর্যন্ত সিরাজদিখান উপজেলাধীন লতব্দী ইউনিয়নের খিজিরপুর ০১ টি এবং রামকৃষ্ণদি ০১টি সহ মোট ০২ টি স্পটে অবৈধভাবে ড্রেজার দ্বারা বালি উত্তোলন ও জমির শ্রেণী পরিবর্তনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) এর উপস্থিতিতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এ সময় বিপুল পরিমাণ পাইপ অপসারণ ও বিনষ্ট করা হয়।
এ বিষয়ে সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার ও সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) তৌহিদুল ইসলাম বারী বলেন জনস্বার্থে অবৈধ ড্রেজার বানিজ্য পরিচালনা, অ-অনুমোদিত ভরাটের মাধ্যমে শ্রেণি পরিবর্তন রোধে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।