গত ০৬ অক্টোবর ২০২৫ খ্রি: মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মো. ইব্রাহিম এর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র জেলার পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। বিদায় বেলায় পুলিশ সুপার জেলা পুলিশ মুন্সীগঞ্জ এর পক্ষ থেকে বিদায়ী অতিথিকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন এবং এই মেধাবী ও দক্ষ কর্মকর্তার নিরঙ্কুশ সুখ ও সমৃদ্ধি কামনা করেন। মোঃ ইব্রাহিম দীর্ঘদিন সিরাজদিখান সার্কেল অফিসার হিসেব কর্মরত ছিলেন সিরাজদিখানে কর্মরত অবস্থায় তিনি সুনামের সাথে তিনি তার উপর অর্পিত দায়িত্ব পালন করেন এবং সিরাজদিখান থানা কে একটি সুশৃংখল থানাতে রূপান্তরিত করার প্রচেষ্টা অব্যাহত রাখেন।
এসময় উক্ত অনুষ্ঠানে মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন মোঃ ইব্রাহিম কে বিদায়ী শুভেচ্ছা জানান।
নাদিম হায়দার মুন্সীগঞ্জ প্রতিনিধি : 




















