জেলা ও উপজেলা সমবায় কার্যালয় কর্তৃক আয়োজিত বাগেরহাটের চিতলমারী উপজেলার সমবায় অধিদপ্তরে অর্থায়ণে ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা সমবায় কর্মকর্তা মোল্লা সাইফুল ইসলাম এর সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ মোঃ সিফাত আল মারুফ। সভায় অংশ গ্রহণকারীদের প্রশিক্ষণ প্রদান করেন কোর্স পরিচালক সঞ্জয় কুমার ঘোষ পরিদর্শক জেলা সমবায় অফিস বাগেরহাট। এছাড়াও সহকারী কোর্স পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিদর্শক মো: আসাদুজ্জামান মীর উপজেলা সমবায় অফিস।
এ সভায় চিতলমারী উপজেলার নিবন্ধিত সমবায় সমিতির সমবায়ী হিসেবে হিমেল বহুমুখী সমবায় সমিতির সুকদেব ঘরামি, মালবিকা চৌধুরী , সিডর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ধীরাজ সরকার, দেবী বিশ্বাস, দোয়েল সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির কাজী শহিদুল ইসলাম , আবির কাজি , গোলাপ নারী উন্নয়ন সমবায় সমিতির ঋতু রানী বাড়ৈ , ভারতী মন্ডল , শাপলা নারী উন্নয়ন সমবায় সমিতির ভারতী হালদার, লাভলি মন্ডল , কুরালতলা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির হাসি শিকদার, দরদী একতা বহুমুখী সমবায় সমিতির গীতা বিশ্বাস, উমা মন্ডল , পাঁচপাড়া খুদাড়ী বহুমুখী সমবায় সমিতির কনিকা গোলদার, চন্দনা বাড়ৈ সহ অন্যান্য সমবায় সমিতির সমবায়ী মিলে মোট ২৫ জন নারী পুরুষ উপস্থিত ছিলেন।