ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মাগুরা ২ আসনে কাজী কামালের লক্ষ্যাধিক লোকের সমাবেশের প্রস্তুতি শেখ হাসিনার মৃত্যুদণ্ড নওগাঁর মহাদেবপুরে হোন্ডা কোম্পানি’র সাইন ১০০ মোটরসাইকেলের উদ্বোধন ইটভাটায় গাছ কাটার অভিযোগে অভিযান ট্রাকভর্তি ১১ টন কাঠ জব্দ অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে শ্রমিকদল নেতা নিখোঁজ মিরপুর প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা: সভাপতি আমিরুজ্জামান, সম্পাদক জহিরুল বিএনপি গণঅধিকার পরিষদ জোট হলে মুন্সীগঞ্জ-৩ আসনে লড়বে মোঃ ফারুক হোসেন গুরুদাসপুর থেকে দেশের প্রথম ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচি’ উদ্বোধন ভুক্তভোগীকে মামলা না করতে হুমকির অভিযোগ, যুবদল নেতার দাবি- মীমাংসার জন্য বলেছি নওগাঁ-৩ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

মাগুরাতে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের চাপাতলা গ্রামে ঘটেছে এক হৃদয়বিদারক দুর্ঘটনা। পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শনিবার (১১ অক্টোবর) দুপুর আনুমানিক ২টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত তিন শিশু হলো চাপাতলা গ্রামের আনারুল হোসেনের মেয়ে তারিন (৮), সাজ্জাদ হোসেনের মেয়ে সিনথিয়া (৯) এবং তরিকুল ইসলামের মেয়ে তানহা (৯)। স্থানীয়রা জানিয়েছেন, তারা পরস্পরের চাচাতো বোন।

দুপুরে একসঙ্গে খেলার ছলে তিন শিশু গ্রামের পাশের খালে গোসল করতে নামে। দীর্ঘ সময় পরেও তারা ফিরে না আসায় পরিবারের সদস্য ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের খাল থেকে উদ্ধার করে দ্রুত মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে ততক্ষণে তারা সবাই মৃত্যুবরণ করেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুদের আনুমানিক আড়াইটার দিকে হাসপাতালে আনা হয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনাটি দুপুর ১টার কিছু পরেই ঘটেছে এবং হাসপাতালে আনার আগেই তিনজনেরই মৃত্যু হয়েছে।

এই হৃদয়বিদারক ঘটনায় চাপাতলা গ্রাম ও আশপাশের এলাকায় নেমে এসেছে গভীর শোক। নিহতদের বাড়িতে চলছে আহাজারি, আর গোটা গ্রামে নেমে এসেছে নিস্তব্ধতা ও বেদনার ভারী ছায়া।

স্থানীয় এক বাসিন্দা জানান, তারা প্রতিদিনের মতো আজও একসঙ্গে খেলতে গিয়েছিল। কে জানত এই খেলাই হবে তাদের জীবনের শেষ মুহূর্ত।

এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু থেকে ভবিষ্যতে শিশুরা যাতে রক্ষা পায়, সে জন্য স্থানীয় পর্যায়ে সচেতনতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের তাগিদ দিয়েছেন সচেতন মহল।

ট্যাগস

মাগুরা ২ আসনে কাজী কামালের লক্ষ্যাধিক লোকের সমাবেশের প্রস্তুতি

মাগুরাতে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

আপডেট টাইম : ০৬:৫৭:১০ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের চাপাতলা গ্রামে ঘটেছে এক হৃদয়বিদারক দুর্ঘটনা। পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শনিবার (১১ অক্টোবর) দুপুর আনুমানিক ২টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত তিন শিশু হলো চাপাতলা গ্রামের আনারুল হোসেনের মেয়ে তারিন (৮), সাজ্জাদ হোসেনের মেয়ে সিনথিয়া (৯) এবং তরিকুল ইসলামের মেয়ে তানহা (৯)। স্থানীয়রা জানিয়েছেন, তারা পরস্পরের চাচাতো বোন।

দুপুরে একসঙ্গে খেলার ছলে তিন শিশু গ্রামের পাশের খালে গোসল করতে নামে। দীর্ঘ সময় পরেও তারা ফিরে না আসায় পরিবারের সদস্য ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের খাল থেকে উদ্ধার করে দ্রুত মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে ততক্ষণে তারা সবাই মৃত্যুবরণ করেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুদের আনুমানিক আড়াইটার দিকে হাসপাতালে আনা হয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনাটি দুপুর ১টার কিছু পরেই ঘটেছে এবং হাসপাতালে আনার আগেই তিনজনেরই মৃত্যু হয়েছে।

এই হৃদয়বিদারক ঘটনায় চাপাতলা গ্রাম ও আশপাশের এলাকায় নেমে এসেছে গভীর শোক। নিহতদের বাড়িতে চলছে আহাজারি, আর গোটা গ্রামে নেমে এসেছে নিস্তব্ধতা ও বেদনার ভারী ছায়া।

স্থানীয় এক বাসিন্দা জানান, তারা প্রতিদিনের মতো আজও একসঙ্গে খেলতে গিয়েছিল। কে জানত এই খেলাই হবে তাদের জীবনের শেষ মুহূর্ত।

এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু থেকে ভবিষ্যতে শিশুরা যাতে রক্ষা পায়, সে জন্য স্থানীয় পর্যায়ে সচেতনতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের তাগিদ দিয়েছেন সচেতন মহল।