নাদিম আহমেদ অনিক, নিজস্ব প্রতিবেদক-
নওগাঁয় মাদক দ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় সময় অভিযান পরিচালনা করে ৪ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযানের মাধ্যমে ৪ জনকে গ্রেফতারের পাশাপাশি ১২০ পিস ইয়াবা উদ্ধার করে।
অভিযানে গ্রেফতারকৃতরা হলেন, নওগাঁ জেলা সদরের দোগাছী এলাকার বাসিন্দা মোঃ নাহিদ এর স্ত্রী ১। লাবনী (৪০), দোগাছীর বাসিন্দা মোঃ আজাদ এর ছেলে ২। মোঃ রানা (৩৩), একই এলাকার বাসিন্দা মোঃ বাবুর ছেলে ৩। রিপন (৩৫) এবং ৪। আয়েশা।
জানা যায়, বৃহস্পতিবার সাড়ে ৪ ঘটিকার সময় মাদকদ্রব্য ক্রয় -বিক্রয়ের কালে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী জেলা সদরের দোগাছী এলাকায় অভিযান পরিচালনা করে ৪ জনকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
অভিযানে গ্রেফতারকৃত লাবনি নিকট থেকে ১০০ পিচ, রানার নিকট ১০ পিচ এবং রিপনের নিকট থেকে ১০ পিচ, সবমিলিয়ে ১২০ পিচ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করে ডিবি পুলিশ। পরে আটককৃত লাবনির সহায়তাকারি তার আপন বোন আয়েশাকে ও গ্রেফতার করা হয়।
এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তাছাড়া নওগাঁ জেলায় মাদকের বিরুদ্ধে পুলিশের তৎপরতা আরো জোরদার করা হবে বলে জানান তিনি।
খবর বাংলাদেশ ডেস্ক : 




















