নাদিম হায়দার, মুন্সীগঞ্জ প্রতিনিধি-
সিরাজদিখান-শ্রীনগর মুন্সীগঞ্জ-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা এ কে এম ফখরুদ্দিন রাজি তার নির্বাচনী ব্যবস্থা তুলে ধরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেন।
সিরাজদিখান নিমতলায় জেমস গ্রীল চাইনিজ রেস্টুরেন্টে ১১ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১ ঘটিকায় এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা কর্ম পরিষদের জেলা সভাপতি খিদির আঃ সালাম এর সভাপতিত্বে ও সিরাজদিখান উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মোঃ ওয়াসিম হোসেন এর সঞ্চালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সিরাজদিখান উপজেলা বাংলাদেশ জামায়াত ইসলামি আমীর কবির হোসেন শ্রীনগর উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক নূর জামান মীর।
মতবিনিময় সভায় সাংবাদিকের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাবে মাওলানা এ,কে,এম,ফখরুদ্দীন রাজী বলেন, মহান আল্লাহ তায়ালা রাব্বুল আলামিনের নাম স্মরণ করে বলছি মুন্সীগঞ্জ ১ আসনের জনগণ যদি আমাকে নির্বাচিত করে দ্বায়িত্ব দেন তাহলে সিনিয়র সিটিজেনদের সাথে নিয়ে তাদের মতামত গ্রহণ করে মহান মুক্তিযুদ্ধ এবং বীর মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষ করে তরুণ প্রজন্ম, জুলাই যুদ্ধাদের সহ সকল ধর্মের সবাইকে সাথে নিয়ে মুন্সীগঞ্জ ১ আসন এলাকায় রাস্তা-ঘাটের উন্নয়ন, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল স্থাপন,টেকসই অর্থনীতির উন্নয়ন,মাদক,সন্ত্রাসী,চাদাবাজি,কিশোর গ্যাং নির্মুল করে আমার নির্বাচনী এলাকায় সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করবো।পাশাপাশি শিক্ষা মান উন্নত করবো যে জাতি যত শিক্ষিত সে দেশ ততো উন্নত হবে। আমি সেই লক্ষ্যেই কাজ করবো ইনশাআল্লাহ।
খবর বাংলাদেশ ডেস্ক : 
























