গাইবান্ধা জেলা প্রতিনিধি
চলতি বোরো মৌসুমে গাইবান্ধায় কৃষক ও মিলারদের কাছ ৪২ হাজার ৫০২ টন ধান ও চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা খাদ্য বিভাগ। গাইবান্ধা জেলা খাদ্য বিভাগ থেকে এ তথ্য জানানো হয়। ইতোমধ্যে গত ১ মে শনিবার থেকে ধান-চাল কেনা শুরু করা হয়েছে। যা আগামী ১৬ আগস্ট পর্যন্ত চলমান থাকবে। গাইবান্ধার সাত উপজেলায় ১২টি ক্রয় কেন্দ্রের মাধ্যমে সরাসরি কৃষকদের কাছ থেকে ২৭ টাকা কেজি দরে ১৮ হাজার ৩০২ টন ধান ও মিলারদের কাছ থেকে ২৪ হাজার ২শত টন সিদ্ধ চাল ৪০ টাকা দরে কেনা হবে। এর আগে কৃষকরা অনলাইনে অ্যাপের মাধ্যমে ধান বিক্রির জন্য নিবন্ধন করেছে। লটারির মাধ্যমে প্রত্যেক উপজেলা প্রশাসনের সহযোগিতায় ধান-চাল ক্রয় কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। গাইবান্ধা জেলা খাদ্য নিয়ন্ত্রক রিয়াজুর রহমান বলেন, ধান ক্রয় লক্ষ্যমাত্রায় এ পর্যন্ত ১৫ টন অর্জিত হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশা করা হচ্ছে।