নিজস্ব প্রতিবেদক :
হংকংয়ে অবস্থানরত বাংলাদেশীদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ হংকংয়ের (বিএএইচকে) নতুন কমিটি গঠিত হয়েছে। ১৪ সদস্যের নতুন এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দ এম মহিউদ্দিন মহি এবং টানা ২য় মেয়াদে আবারও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন খুলনার সাবেক ছাত্রনেতা বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষাবিদ আশফাকুর রহমান পলাশ। এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে। কমিটিতে নির্বাচিত অন্যান্যরা হলেন, সহ-সভাপতি হোসাইন মো. মোশাররফ, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম কাজল, কোষাধ্যক্ষ স্বপন কুমার দত্ত, সাংস্কৃতিক সম্পাদক মো. খাইরুল ইসলাম নিজামী, ক্রীড়া সম্পাদক শেখ নিয়াজ হোসাইন, পাবলিক রিলেশন সম্পাদক মো. গোলাম মোস্তফা, সদস্য মো. নাহিদুল ইসলাম আজমল, মো ফরহাদ ইসলাম রবিন ও ড. ফকরুল ইসলাম বাবু। মোঃ এস.রাহমান।, শাহিন এম রাহমান , মাওলা মাসুদ ম্যাক্স ম্প্রতি বাংলাদেশ কন্সুলেট জেনারেল অফ হংকং এর কনসাল জেনারেল ইসরাত আরা নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান। বাংলাদেশ কমিউনিটির জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করে নবনির্বাচিত সভাপতি সৈয়দ এম মহিউদ্দিন বলেন, হংকংস্থ বাংলাদেশ কমিউনিটির সকল সদস্যদের সমর্থন ও সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আগামীতেও এই সংগঠন পরিচালনায় সকলের আন্তরিক সহযোগিতা থাকবে।