নিজস্ব প্রতিনিধি:
কৃষকের স্বার্থে সারের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ তথ্য জানিয়ে কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, কৃষকের স্বার্থে সারের দাম বাড়াবে না সরকার। কোনো মানুষ যাতে খাদ্যে কষ্ট না পায়, সে জন্য সরকার সব সময় চেষ্টা করছে।
মঙ্গলবার সকালে ঝিনাইদহের মহেশপুরের দত্তনগর এলাকার মথুরা গ্রামে স্বর্ণা জাতের নমুনা ধান কাটা পরিদর্শনের সময় কৃষিমন্ত্রী এসব কথা বলেন।
সারের ওপর সরকার ভর্তুকি দিচ্ছে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, এ দেশের ৭০ শতাংশ মানুষ এখনো কৃষির সঙ্গে জড়িত। এখন থেকে কৃষির আয় বাড়াতে হবে। যাতে করে কৃষকেরা বা এর সঙ্গে যারা জড়িত, তাদের জীবন মান আরও উন্নত করতে পারেন।
সেই লক্ষ্যে সরকার কাজ করছে, সারের ওপর ভর্তুকি দিচ্ছে। কৃষির বিভিন্ন খাতে সরকারের সহযোগিতার কারণে সব ধরনের সবজির উৎপাদন তুলনামূলক বেড়েছে।