স্টাফ রিপোর্টার :
ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের উড্ডয়ন ও অবতরণের সময়সূচিতে বিপর্যয় ঘটেছে। গতকাল রবিবার সাতটি ফ্লাইট নামতে না পেরে পাশের দেশ ভারতে এবং একটি ফ্লাইট মিয়ানমারে অবতরণ করে। এ ছাড়া একই কারণে দেরিতে উড্ডয়ন করেছে সাতটি ফ্লাইট।
আন্তর্জাতিক ফ্লাইটের পাশাপাশি অভ্যন্তরীণ রুটের অনেক ফ্লাইটও সময়মতো উড্ডয়ন-অবতরণ করতে পারেনি গতকাল। এ কারণে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একটি সূত্র জানায়, ঘন কুয়াশার কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অন্তত সাতটি ফ্লাইট দেরিতে ছেড়েছে। এগুলো হলো- ওমান এয়ার, বিমান বাংলাদেশ এয়ারলাইনস, কাতার এয়ারওয়েজ, ইমিরেটস, সৌদি এয়ারলাইনস, হিমালয় এয়ারলাইনস ও ফ্লাই দুবাই এয়ারলাইনস। সালাম এয়ার, কুয়েত এয়ার, জাজিরা এয়ার, এয়ার এরাবিয়া, গালফ এয়ার, মালিন্দো ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকার ফ্লাইটগুলো কলকাতায় অবতরণ করে। এ ছাড়া এয়ার এশিয়ার একটি ফ্লাইট কুয়াশার কারণে অবতরণ করে মিয়ানমারের ইয়াঙ্গুনে।
বিমানবন্দরের কর্মকর্তারা জানায়, কুয়াশার কারণে বিমানবন্দরের রানওয়েতে ভিজিবিলিটি (দৃশ্যমানতা) কম। ফলে ফ্লাইটগুলো ঢাকায় নামতে না পেরে চট্টগ্রামে যাওয়ার পরিকল্পনা করে। সেখানে সুবিধা করতে না পেরে পরে সেগুলো কলকাতা ও ইয়াঙ্গুনে যায়।
গতকাল দুপুরে শাহজালাল বিমানবন্দরের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক উইং কমান্ডার শাহেদ আহমেদ খান আমাদের সময়কে বলেন, ‘প্রকৃতির ওপর আমাদের কোনো হাত নেই। ঘন কুয়াশার কারণে সম্প্রতি শিডিউল বিপর্যয় ঘটেছে। সাতটি ফ্লাইট কলকাতায় এবং একটি ফ্লাইট মিয়ানমারে অবতরণ করেছে। এ ছাড়া কিছু ফ্লাইট ঘন কুয়াশার কারণে দেরিতে ছেড়েছে।’