ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
রফিকুল ইসলাম সিয়াম ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক নির্বাচিত সকলের মাঝে এসডিজি বিষয়ক সচেতনতা ছড়িয়ে দিতে হবে–স্পীকার উত্তরায় ৮০ কোটি টাকার খাসজমি উদ্ধার ট্রাফিক নিয়ন্ত্রণে এআই ব্যবহারের উদ্যোগ ডিএমপির বিরতি শেষে এক জোড়া গান নিয়ে ফিরলেন আরিফ খান জমিজমা বিরোধে আহত-৩, ৭জনের বিরুদ্ধে থানায় মামলা: গ্রেফতার হয়নি কেউ দলীয় সিদ্ধান্তের বাইরে উপজেলা নির্বাচনে এমপি পুত্র ও জামাতার মনোনয়নপত্র জমা বিভিন্ন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অ্যাকশন প্ল্যান প্রস্তুত করতে হবে–স্পীকার অপশক্তিকে বিতাড়িত করতে হলে ভালো মানুষকে ভোট দিন- কামাল হোসেন টিকেট নিয়ে সেনা সদস্য-টিটিই’র বাকবিতন্ডা; ট্রেনের ভিতরে ভাংচুর সেনা সদস্য সহ আহত-৫

ঘোড়াদৌড়ে সাইকেল পেল তাসমিনা- হালিমা

নাদিম আহমেদ অনিক
“মাদক কে না বলি,  মাদক মুক্ত ইউনিয়ন গড়ি”  এই প্রতিপাদ্য নিয়ে  নওগাঁর পত্নীতলায় বিশিষ্ট সমাজ সেবক জিয়াউর রহমান জনির আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী  ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। তাসমিনা ও হালি মার ঘোড়দৌড়ে মুগ্ধ হয়ে এর আয়োজক জনি পুরস্কার ছাড়াও তাদের লেখা পড়ায় উৎসাহিত করতে স্কুলে যাওয়ার জন্য  একটি বাই সাইকেল উপহার দেন।
 শনিবার  (১৪ জানুয়ারি )দুপুর ২ টা হতে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ঘোষনগর ইউনিয়নের বরহট্টী মাঠে  গ্রাম বাঙলার বিলুপ্তি প্রায় এ  প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলার সীমান্ত ঘেষা ধামইরহাট উপজেলার প্রত্যন্ত চকসুবল গ্রামের আপন দুই বোন দেশের অন্যতম ঘোড় সাওরী   তাসমিনা ও হালিমা  আক্তারসহ বিভিন্ন উপজেলা থেকে ৩০টি ঘোড়সওয়ারি খেলায় অংশ নেয়।
এ সময় শিশু, বৃদ্ধ, নারী-পুরুষসহ নানা শ্রেণী-পেশার হাজার হাজার মানুষ  ঘোড়দৌড় উপভোগ করতে আসে।
ঘোড়সওয়ারি তাসমিনা  বলেন, আমি দেশের বিভিন্ন জায়গায় ঘৌড়দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছি এবং প্রথম হয়েছি। আজকের খেলায়ও অংশ নিতে পেরে ভালো লাগছে। আমাদের অসচ্ছল পরিবার  ঘোড়ার খাবার ও পরিবারের ভরন পোষন যোগাড় করতে বাবার খুব কষ্ট হয়।
ঘোষনগর ইউপি  চেয়ারম্যান আবু বক্কর  সিদ্দিকের  সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য  রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ, বিশেষ অতিথি ছিলেন মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি পলাশ চন্দ্র দেব,  নজিপুর পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল আলম বেন্টু প্রমূখ।
খেলায় ধামইরহাটের ঘোড় সাওয়ারী তাসমিনার  ছোট বোন হালিমা প্রথম এবং তাসমিনা ২য় হয়।
  প্রধান অতিথি এবং বিশেষ অতিথিরা খেলার প্রশংসা করে আয়োজক জনিকে ধন্যবাদ জানিয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রফিকুল ইসলাম সিয়াম ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক নির্বাচিত

ঘোড়াদৌড়ে সাইকেল পেল তাসমিনা- হালিমা

আপডেট টাইম : ০৪:২৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩
নাদিম আহমেদ অনিক
“মাদক কে না বলি,  মাদক মুক্ত ইউনিয়ন গড়ি”  এই প্রতিপাদ্য নিয়ে  নওগাঁর পত্নীতলায় বিশিষ্ট সমাজ সেবক জিয়াউর রহমান জনির আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী  ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। তাসমিনা ও হালি মার ঘোড়দৌড়ে মুগ্ধ হয়ে এর আয়োজক জনি পুরস্কার ছাড়াও তাদের লেখা পড়ায় উৎসাহিত করতে স্কুলে যাওয়ার জন্য  একটি বাই সাইকেল উপহার দেন।
 শনিবার  (১৪ জানুয়ারি )দুপুর ২ টা হতে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ঘোষনগর ইউনিয়নের বরহট্টী মাঠে  গ্রাম বাঙলার বিলুপ্তি প্রায় এ  প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলার সীমান্ত ঘেষা ধামইরহাট উপজেলার প্রত্যন্ত চকসুবল গ্রামের আপন দুই বোন দেশের অন্যতম ঘোড় সাওরী   তাসমিনা ও হালিমা  আক্তারসহ বিভিন্ন উপজেলা থেকে ৩০টি ঘোড়সওয়ারি খেলায় অংশ নেয়।
এ সময় শিশু, বৃদ্ধ, নারী-পুরুষসহ নানা শ্রেণী-পেশার হাজার হাজার মানুষ  ঘোড়দৌড় উপভোগ করতে আসে।
ঘোড়সওয়ারি তাসমিনা  বলেন, আমি দেশের বিভিন্ন জায়গায় ঘৌড়দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছি এবং প্রথম হয়েছি। আজকের খেলায়ও অংশ নিতে পেরে ভালো লাগছে। আমাদের অসচ্ছল পরিবার  ঘোড়ার খাবার ও পরিবারের ভরন পোষন যোগাড় করতে বাবার খুব কষ্ট হয়।
ঘোষনগর ইউপি  চেয়ারম্যান আবু বক্কর  সিদ্দিকের  সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য  রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ, বিশেষ অতিথি ছিলেন মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি পলাশ চন্দ্র দেব,  নজিপুর পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল আলম বেন্টু প্রমূখ।
খেলায় ধামইরহাটের ঘোড় সাওয়ারী তাসমিনার  ছোট বোন হালিমা প্রথম এবং তাসমিনা ২য় হয়।
  প্রধান অতিথি এবং বিশেষ অতিথিরা খেলার প্রশংসা করে আয়োজক জনিকে ধন্যবাদ জানিয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।