মাগুরা প্রতিনিধি :
বিশিষ্ট কবি সাহিত্যিক,নাট্যকার,গীতিকার ও সাংবাদিক রোস্তম মল্লিক এর ওপর সন্ত্রাসী হামলার নেপথ্য নায়করা এখনো গ্রেফতার না হওয়ায় ক্ষোভে ফুঁসছে সাংবাদিক সমাজ। ধৃত ৭ আসামী পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও তাদের নাম প্রকাশ করা হচ্ছে না। এতে সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
এদিকে কিশোর গ্যাং দ্বারা এই ঘটনা যারা ঘটিয়েছে তারা অনেক ক্ষমতাশালী লোক বলে ধারণা করা হচ্ছে।
রোস্তম মল্লিক দেশের একজন প্রতিষ্ঠিত সাংবাদিক , কলামিস্ট ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তাকে কেন নির্মমভাবে হত্যা করার চেষ্টা চালানো হলো তার কোন জবাব মিলচে না। তবে পুলিশের ধারনা পূর্বপরিকল্পিতভাবে একটি দুষ্কৃতিকারী মহল এই ঘটনাটি ঘটিয়েছেন। এখন তারা গা ঢাকা দিয়ে আছে। এ বিষয়ে কথা বললে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বলেন, অপরাধীরা যত বড় ক্ষমতাবানই হোক না কেন তাদের কোন ছাড় দেওয়া হবে না।