এস কে সুমন :
বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৩ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা উপলক্ষে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয়ে কুষ্টিয়া বৃক্ষরোপণ অভিযান ২০২৩ শুরু হয়েছে |
গত ১৪ জন বুধবার দুপুর ১ ঘটিকায় জনাব, শাহ আহমেদ ফজলে রাব্বি , উপ-মহা পরিচালক খুলনা রেঞ্জ খুলনা | জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ে কুষ্টিয়ার সাধারণ আনসার ও ইউনিয়ন দলনেতা দলনেত্রীর সাথে মতবিনিময়ে শেষে বৃক্ষরোপণ এবং চারা বিতরণ করেন |বৃক্ষরোপণ ও বিতরণকালে উপস্থিত ছিলেন , জনাব, সোহেলুর রহমান ,জেলা কমান্ড্যান্ট কুষ্টিয়া, জনাব মোঃ কাশেম আলী, সার্কেল অ্যাডজুট্যান্ট, কুষ্টিয়া, এবং মোঃ মোস্তাফিজুর রহমান উপজেলা অভি কর্মকর্তা কুষ্টিয়া সদর |
এ সময় জনাব, শাহ আহমেদ ফজলে রাব্বি উপ-মহা পরিচালক , খুলনা রেঞ্জ, খুলনা , বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে ও বাহিনীর প্রধান মেজর জেনারেল একেএম আমিনুল হক, এনডিসি, এফ ডাব্লিউসি, পিএসসি, পিএইচডি মহোদয়ের নির্দেশে আনসার ও ভিডিপির জেলা/উপজেলা/ক্লাব সমিতির নিজস্ব জমিতে ০৩ ধরনের ফলজ বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হচ্ছে | তিনি আরো বলেন শুধু চারা রোপণ করলেই হবে না, চারা যেন সুস্থ ও স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে তার জন্য উপযুক্ত পরিচর্যা করতে হবে | উদ্বোধনী দিনে কুষ্টিয়া জেলা ৬টি উপজেলা আনসার ও জিডিপি কার্যালয় আনসার ও ভিডিপির ক্লাব সমিতির প্রাঙ্গনে রোপনের জন্য চারা বিতরণ করা হয়েছে |