মোঃ রনি মিয়া,ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতাঃ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ১৬৪ টি ভূমিহীন ও গৃহহীন সুবিধাভোগীদের মাঝে গৃহের চাবি হস্তান্তর করা হয়েছে। বুধবার সকাল সাড়ে দশটায় ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে গণভবন থেকে সরাসরি ভার্চুয়ালের মাধ্যমে ভাঙ্গাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিনিধি ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম উপস্থিত থেকে ১৬৪ জন সুবিধাভোগীর হাতে গৃহের চাবি তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ভাঙ্গা উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার মোঃ আজিম উদ্দিন। সহযোগিতায় ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান।
অনুষ্ঠানের উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ভাঙ্গা সার্কেল তালাত মাহমুদ শাহানশাহ্, ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা হাসানুজ্জামান, পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ হায়দার হোসেন, কাজী ওয়ালীউল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান মিরন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, ভাঙ্গা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা আহমদ মাসরুর, ইউপির চেয়ারম্যান রেজাউল হাসানাত দুদুমিয়া, ম ম সিদ্দিক মিয়া, শহীদুল্লাহ বাচ্চু, শাজাহান হাওলাদার, অলিউর রহমান, রেজাউল মাতুব্বর, সোহাগ মিয়া, পৌরসভার কর্মকর্তা কাওসার মাতুব্বর, ভাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল্লাহ শামীম, সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদ, শাহাদাত হোসেন, মাই টিভির সরোয়ার হোসেন, প্রেসক্লাবের প্রচার সম্পাদক রনি মিয়া,সদস্য সোহাগ মাতুব্বর, রিপন শিকদার সহ উপজেলার সকল সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।