ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
সিরাজদিখানে চায়না দুয়ারী জাল বন্ধে মৎস্য কর্মকর্তার অভিযান বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি প্রথম বৈঠক অনুষ্ঠিত কুষ্টিয়ায় ডা: লিজা নার্সিং ইন্সটিটিউটে নবীন বরন অনুষ্ঠিত নিশ্চিত হলো মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের প্রতীক প্রতিশ্রুতি অনেক, বাস্তবায়ন কম ভাইয়ের মৃত্যুতে বোনের এসএসসি পাসের আনন্দ মাটি পুলিশ সুপার (এসপি)পদোন্নতি পেলেন আদর্শবান পুলিশ অফিসার আশ্রাফুজ্জামান ৬০ কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার পুলিশের চাকরি দিতে ১৪ লাখ টাকা ঘুষ, ২ কনস্টেবল বরখাস্ত সার্টিফিকেট জালিয়াতিতে অভিযুক্ত সাংবাদিকরা ডিবির মুখোমুখি হতে পারেন: হারুন

আড়াইহাজারে বিএনপির সঙ্গে সংঘর্ষ, দুই পুলিশকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জ (শহর) প্রতিবেদক :

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের দুই সদস্যকে কুপিয়ে জখম করা হয়েছে। আহত হয়েছেন পুলিশের আরও পাঁচ সদস্য।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পাচরুখী এলাকায় এ সংঘর্ষের শুরু হয়ে চলে ঘণ্টাব্যাপী।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমীর খসরু বিষয়টি নিশ্চিত করে জানান, কুপিয়ে জখম করা দুই সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি পাঁচজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতরা হলেন, আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা, সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল মতিন ও কনস্টেবল নজরুল। বাকি চারজনের নাম জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে আটটায় অবরোধের সমর্থনে পাঁচরুখী এলাকায় মহাসড়কে বিএনপির কেন্দ্রীয় সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে মিছিল বের করা হয়। মিছিল থেকে সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে স্লোগান দিতে থাকেন দলটির নেতাকর্মীরা। মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কে কিছুক্ষণ অবস্থান করার পর পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের শুরু হয়। এ সময় বিএনপি নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে ও পুলিশ টিয়ারগ্যাস ছোড়ে। একপর্যায়ে পুলিশকে ঘিরে ফেলে বিএনপির নেতাকর্মীরা। এ সময় কয়েকটি বাস ভাঙচুর, মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিএনপির নেতাকর্মীরা। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া দাবি করেছেন, পুলিশ উস্কানি ছাড়াই টিয়ারশেল ও গুলি ছুড়েছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমীর খসরু জানান, পাঁচরুখী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে অগ্নিসংযোগ ও বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ নিয়ন্ত্রণের চেষ্টা করলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে বিএনপি নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। ককটেলও বিস্ফোরণ ঘটায় তারা।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

সিরাজদিখানে চায়না দুয়ারী জাল বন্ধে মৎস্য কর্মকর্তার অভিযান

আড়াইহাজারে বিএনপির সঙ্গে সংঘর্ষ, দুই পুলিশকে কুপিয়ে জখম

আপডেট টাইম : ১১:৪৬:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩

নারায়ণগঞ্জ (শহর) প্রতিবেদক :

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের দুই সদস্যকে কুপিয়ে জখম করা হয়েছে। আহত হয়েছেন পুলিশের আরও পাঁচ সদস্য।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পাচরুখী এলাকায় এ সংঘর্ষের শুরু হয়ে চলে ঘণ্টাব্যাপী।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমীর খসরু বিষয়টি নিশ্চিত করে জানান, কুপিয়ে জখম করা দুই সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি পাঁচজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতরা হলেন, আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা, সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল মতিন ও কনস্টেবল নজরুল। বাকি চারজনের নাম জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে আটটায় অবরোধের সমর্থনে পাঁচরুখী এলাকায় মহাসড়কে বিএনপির কেন্দ্রীয় সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে মিছিল বের করা হয়। মিছিল থেকে সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে স্লোগান দিতে থাকেন দলটির নেতাকর্মীরা। মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কে কিছুক্ষণ অবস্থান করার পর পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের শুরু হয়। এ সময় বিএনপি নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে ও পুলিশ টিয়ারগ্যাস ছোড়ে। একপর্যায়ে পুলিশকে ঘিরে ফেলে বিএনপির নেতাকর্মীরা। এ সময় কয়েকটি বাস ভাঙচুর, মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিএনপির নেতাকর্মীরা। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া দাবি করেছেন, পুলিশ উস্কানি ছাড়াই টিয়ারশেল ও গুলি ছুড়েছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমীর খসরু জানান, পাঁচরুখী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে অগ্নিসংযোগ ও বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ নিয়ন্ত্রণের চেষ্টা করলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে বিএনপি নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। ককটেলও বিস্ফোরণ ঘটায় তারা।