এস কে সুমন, কুষ্টিয়া প্রতিনিধি-
বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের একমাত্র জি কে সেচ প্রকল্পের পাম্প হাউস বিকল থাকায় জিকে খালে কোন পানি নাই।
যার ফলে দক্ষিণ-পশ্চিম অঞ্চলে পানির সংকট বিরাজ করছে গভীর নলকূপে পানি নাই কৃষকদের ফসলপানির অভাবে বিনষ্ট হচ্ছে।
অবিলম্বে পাম্প হাউস মেরামত করে পানির ব্যবস্থা করার জন্য কুষ্টিয়ার জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন দক্ষিণবঙ্গের অবিসংবাদিত কৃষক নেতা এসএম গোলাম কবির।
এবং কুষ্টিয়া বারের বিশিষ্ট আইনজীবী ও কৃষক নেতা অ্যাডভোকেট খন্দকার সিরাজুল ইসলাম।
কুষ্টিয়ার বিজ্ঞ জেলা প্রশাসক কৃষকদের পানি সমস্যার সমাধানের আশ্বাস দেন, এ সময় কুষ্টিয়া জেলার কৃষক নেতা মিজানুর রহমান মিজান, বাবলা, আমিন চৌধুরী, ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
কুষ্টিয়া, মেহেরপুর চুয়াডাঙ্গা, মাগুরা, ঝিনাইদহ সহ আট জেলার কৃষকদের পক্ষে স্মারক লিপি প্রদান করা হয় ।