রেজাউল করিম,গাজীপুর-
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন লতিফপুর এলাকায় এক বাড়িতে দুর্ধর্ষ ডাকতি হয়েছে। গত বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নগরীর ২নং ওয়ার্ড কাউন্সিলর মনির হোসেন মন্ডলের বসতবাড়িতে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিকেলে গাজীপুর প্রেসক্লাবে কাউন্সিলরের পরিবারের পক্ষে তার মামা পেশাজীবী নেতা অধ্যাপক নজরুল ইসলাম সাংবাদিক সম্মেলনের আয়োজন করে বলেন, ৫/৬ জনের একদল মুখোশধারী ডাকাত ঘরের দরজার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে ৭ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ টাকা লুট করে নিয়ে যায়। ডাকাতির সময় কাউন্সিলর বাড়িতে ছিলেন না।
এ ঘটনা নিয়ে কথা হয় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি ক্রাইম নাজির আহমেদের সাথে। তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার প্রাথমিক তদন্ত কাজ চলছে। তবে এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি। পেলে পরবর্তী আইনী ব্যাবস্হা নেয়া হবে।