গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালায় এসকিউ সেলসিয়াস লিমিটেট নামের গার্মেন্টস কারখানায় বুধবার ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
জানা যায়- ওই কারখানার ঝুট নিতে কারখানা কর্তৃপক্ষ গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এসএম পলাশকে ওয়ার্ক অর্ডার দেয়। সে মোতাবেক বুধবার কারখানা থেকে গাড়িতে ঝুট লোড করা হচ্ছিল। এ খবর পেয়ে জেলা কৃষকদলের সভাপতি আবুল কালাম আজাদের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে ঝুটবোঝাই গাড়ি আটক করতে কারখানার সামনে অবস্থান নেয়। পরে যুবদল নেতা পলাশের নেতৃত্বে যুবদলের কর্মী সমর্থকরা কারখানার গেটে যায়। একপর্যায়ে তাদের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় প্রায় আধা ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
পলাশ সংবাদ মাধ্যমকে বলেন- ঝুট আনতে কারখানায় দুটি পিকআপ পাঠানো হয়। পিকআপে মাল লোড করার সময় জেলা কৃষকদলের আহ্বায়ক আবুল কালাম আজাদের লোকজন লাঠিসোঁটা নিয়ে কারখানার সামনে আমার অফিসে হামলা করে ভাঙচুর চালায়। এ সময় ৮-১০টি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।
কৃষকদল নেতা আবুল কালাম আজাদ বলেন- আমি সকাল থেকে ঢাকায় অবস্থান করছি। কারখানা থেকে ঝুট বের করা নিয়ে ঝামেলা হচ্ছে। আর সেখানে আমার নাম ব্যবহার করা হচ্ছে। এ বিষয়ে আমি কিছু জানি না।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন- ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম :
গাজীপুরের শ্রীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া
- খবর বাংলাদেশ ডেস্ক :
- আপডেট টাইম : ০১:৩৮:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
- ৮৪৪ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ