শাহ আলম, টাঙ্গাইল প্রতিনিধি-
বাংলাদেশ জামায়াতে ইসলামী, টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলা শাখার উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল ২০২৪ সালের ২৮শে সেপ্টেম্বর সকাল ১১টায় যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। মাহফিলটি কালিহাতী উপজেলা অডিটোরিয়ামে আয়োজন করা হয়, যেখানে ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা এবং অতিথিদের বক্তব্য
মাহফিলে সভাপতিত্ব করেন কালিহাতী উপজেলা জামায়াতে ইসলামের সভাপতি এনামুল হক মাষ্টার এবং অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা উত্তর অঞ্চলের টিম সদস্য মাওলানা দেলাওয়ার হোসাইন, যিনি তার বক্তব্যে রাসূল (সা.) এর সীরাত তথা জীবনচরিত থেকে শিক্ষা নিয়ে আমাদের দৈনন্দিন জীবনে তা প্রয়োগ করার গুরুত্ব তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক এবং সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।
অনুষ্ঠানে বক্তারা নবীজীর (সা.) উত্তম আদর্শ, ন্যায় ও ইনসাফের উপর ভিত্তি করে সমাজে শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ কায়েম করার আহ্বান জানান। প্রধান বক্তারা ইসলামের মূলনীতিগুলোকে মজবুত করে তোলার প্রতি গুরুত্ব আরোপ করেন এবং নবীজীর (সা.) উদারতা, মানবিকতা, এবং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসকে জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করার তাগিদ দেন।
বিশেষ আলোচক ও অন্যান্য অতিথি
অনুষ্ঠানে অন্যান্য অতিথিরা ছিলেন টাঙ্গাইল জেলা জামায়াতের সহ সাধারণ সম্পাদক ড. হোসনী মোবারক বাবুল, গুলশান থানা জামায়াতের মজলিসে শূরা সদস্য মো. আব্দুল মান্নান, এলেঙ্গা সাংগঠনিক উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ আলী, এবং কালিহাতী উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা বাকীবিল্লাহ। তারা নবীজীর (সা.) ব্যক্তিগত জীবন থেকে আমাদের জন্য শিক্ষণীয় দিকগুলোর উপর গুরুত্বারোপ করেন। মাহফিলটি সীরাতুন্নবী উপলক্ষে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে অনুষ্ঠিত হয়েছে, যা মুসলিম সমাজে নবীজীর (সা.) চর্চা ও শিক্ষার গুরুত্বকে আরো জোরদার করে।
উপস্থিত মুসল্লিরা নবীজীর (সা.) জীবন থেকে সাহস, সততা, উদারতা এবং আল্লাহর প্রতি গভীর আনুগত্যের শিক্ষা নিয়ে নিজেদের জীবনকে সমৃদ্ধ করার প্রতিজ্ঞা করেন।