রেজাউল করিম, গাজীপুর থেকে-
বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও পাট মন্ত্রী মরহুম ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আ স ম হান্নান শাহ্’র ৮ম মৃত্যুবার্ষিকী এবং গাজীপুর জেলা আইনজীবী সমিতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মঞ্জুর মোর্শেদ প্রিন্সের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে গাজীপুর জেলা বিএনপির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সাবেক ছাত্রনেতা ও জেলা বিএনপি’র সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সবুজের সভাপতিত্বে স্বরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডাক্তার মাজহারুল আলম।
আরো বক্তব্য রাখেন গাজীপুর জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট হাসিনা আক্তার জাহান বিথী, জেলা জাসাসের আহবায়ক সৈয়দ হাসান সোহেল, কাপাসয়িা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নেতা এডভোকেট নাহিন আহমেদ মমতাজি, আব্দুল্লাহ আল নাঈম, হান্নান মিয়া, হারুনুর রশিদ খান, মইজুদ্দিন তালুকদার, জিল্লুর রহমান মাসুম ও নুরুল ইসলাম দীপু প্রমুখ।