শাহ আলম, টাঙ্গাইল প্রতিনিধি-
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্রা ইউনিয়নে দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ভূঁইয়া। এ বছর উপজেলায় ১৫৬টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন হচ্ছে, এবং প্রতিদিনই আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার জন্য তিনি বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করছেন।
গত ৬ অক্টোবর সন্ধ্যায় বল্রা ইউনিয়নের ৭টি পূজামণ্ডপে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করেন ওসি আবুল কালাম ভূঁইয়া। তিনি পূজামণ্ডপের পূর্ব প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন। পরিদর্শিত মন্দিরগুলোর মধ্যে ছিলো কালাচান কর্মকারের মন্দির, ডাঃ চিত্ত সরকারের মন্দির, প্রফুল্ল পালের মন্দির, বল্লা অব্দার বাদ মন্দির, পালপাড়া মন্দির, কালিবাড়ি মন্দির এবং গোরস্থান পাড়া খগেন সরদারের মন্দির।
পরিদর্শনের সময় ওসি আবুল কালাম ভূঁইয়ার সঙ্গে ছিলেন বল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তালহা, সাংবাদিক গৌরাঙ্গ বিশ্বাস, বল্লা বসিক সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান এবং উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক।
ওসি আবুল কালাম ভূঁইয়া বলেন, “আমরা এবারের দুর্গোৎসবে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সকলের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।