টাঙ্গাইল প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় ও মানবতার দিক বিবেচনা করে পাগল রাম গোপাল আশ্রম হিন্দুধর্মীয় কল্যাণ ফাউন্ডেশন হতদরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে।
গত ৯ অক্টোবর, বুধবার, সিলিমপুর পাগল রাম গোপাল ব্রহ্মচারী আশ্রমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ডা. প্রণয় চন্দ্র দাস, এবং পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক বিপ্লব সরকার।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, কালিহাতী শাখার সভাপতি শ্রী গোবিন্দ চন্দ্র সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধু সংঘের প্রতিষ্ঠাতা সাংবাদিক শাহ আলম, সাংবাদিক সৈয়দ মহসীন হাবীব সবুজ ও পৌর বিএনপির সহ-সভাপতি শাহানুর রহমান শাহীন।
আরো উপস্থিত পাগল রাম গোপাল আশ্রমের সাবেক সাধারন সম্পাদক হরি মহন পাল, সহ সভাপতি সূর্যকান্ত সরকার, সহ সভাপতি দীনেশ চন্দ্র দও, সহ সভাপতি হারাধন ভৌমিক, কার্তিক সরকার দয়াল, কোষাধ্যক্ষ নিতিশ চন্দ্র পন্ডিত।
অনুষ্ঠানে, দুইশত পিস শাড়ী, বারো পিস লুঙ্গী, মেক্সি চারটি সহ নগদ অর্থ গরিবদের মাঝে বিতরন করেন ।
অনুষ্ঠানে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব, সেবাদানকারী কমিটির সদস্য এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ধর্মীয় মূল্যবোধ ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা। উপস্থিত সকলেই অসহায়দের পাশে থেকে তাদের সাহায্যের মাধ্যমে মানবতার স্বার্থে কাজ করার প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করেন।