আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি-
বগুড়ার আদমদীঘিতে বিএনপির বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬অক্টোবর ২০২৪ ইং) বিকেলে আদমদীঘি বাজারে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদারের সভাপতিত্বে ও সান্তাহার পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোশারফ হোসেন শুভেচ্ছান্তে আবু হাসান সাধারণ সম্পাদক আদমদিঘী উপজেলা বিএনপি ও আখতারুজ্জামান মিঠু সাধারণ সম্পাদক সান্তাহার পৌর বিএনপি।
কর্মীসভায় প্রধান অতিথির বক্তবে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন বর্তমান পরিস্থিতিতে বিএনপি ছারা দেশে উন্নয়ন সম্ভবনা আগামীতে জনগনের ভোটে বিএনপি সরকার গঠন করে দেশে উন্নয়ন করবে।
কর্মীসভায় আদমদিঘী উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার বলেন ঐক্য বদ্ধ হয়ে আমরা কাজ করতে চায় ঐক্যর কোন বিকল্প নেই।