ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
গাজীপুরে ২১০ পিস ইয়াবা ও সাড়ে ১১ লাখ টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রকল্পের টাকা হরিলুটের অভিযোগ ইউএনও এবং পিআইও’র বিরুদ্ধে ফরিদপুরে দুই সাংবাদিকের ওপর হামলা, জিম্মি দশা থেকে উদ্ধার আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষক নিহত খালেদা জিয়া যে কোনো সময়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্য যেতে পারেন: পররাষ্ট্র উপদেষ্টা মহম্মদপুরে অসহায় রুগীর পাশে দাঁড়ালেন নয়ন সিরাজদিখানে লীজকৃত ফসলী জমির মাটি কাটার অভিযোগ, সংবাদিককে দেখে নেয়ার হুমকি অন্তবর্তী সরকারকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে সব ধরণের সহযোগিতা করবে যুক্তরাজ্য শিয়াল-কুকুরের দখলে ডিবি হারুনের শতকোটির রিসোর্ট! সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ

মুন্সীগঞ্জে ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে সাবেক দুই এমপিসহ ১৪২ জনের বিরুদ্ধে মামলা

নাদিম হায়দার, মুন্সীগঞ্জ প্রতিনিধি-

মুন্সীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মো.মঞ্জিল মোল্লা নামে এক বিএনপিকর্মী আহত হওয়ার ঘটনায় মুন্সিগঞ্জ-১ ও মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক দুই সংসদ সদস্যসহ ১৪২ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। এ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে হতাহতের ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানায় ৩টি হত্যা ও দুটি হত্যা চেষ্টাসহ ৫ টি মামলা হলো।

মামলায় অজ্ঞাত পরিচয় আসামি করা হয়েছে আওয়ামীলীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও সমমনা সংগঠনের আরও ১০০-১৫০ জন নেতা-কর্মীকে। শুক্রবার সকাল আটটার দিকে মুন্সিগঞ্জ সদর থানায় এই মামলা দায়ের হয়। মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান মামলার তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আহত মঞ্জিল মোল্লা মুন্সীগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য মো.মহিউদ্দিন আহমেদ, মুন্সীগঞ্জ -৩আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফয়সালসহ ১৪২ জনের নাম উল্লেখ করে অভিযোগ দাখিল করে ছিলেন। শুক্রবার সকালে সেই অভিযোগটি মামমলা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। মামলার বাদী আহত মঞ্জিল মোল্লা (৫৩) শহরের উত্তর ইসলামপুর এলাকার ইব্রাহিম মোল্লার ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর এবং বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

মামলার আসামিদের মধ্যে আছেন- মুন্সীগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদের ছেলে কেন্দ্রীয় যুবলীগের সদস্য আনিসুর রহমান ওরফে রিয়াদ, মুন্সিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, মুন্সীগঞ্জ শহর আওয়ামীলীগের সভাপতি ও রাষ্ট্র পক্ষের আইনজীবী (পিপি) আবদুল মতিন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূইয়া, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল মৃধা, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সুরুজ, শহর ছাত্রলীগের সভাপতি নসিবুল ইসলাম, সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন প্রমুখ।

মামলার এজাহারেবলা হয়- গত ৪ আগস্ট রোববার সকাল থেকে সরকার পতনের এক দফা আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে শহরের বিএনপি অধ্যুষিত এলাকা উত্তর ইসলামপুরের শতশত লোকজন অংশ নেন। ওই দিন সকাল পৌনে ১০টার দিকে ছাত্র-জনতা শহরের সুপার মার্কেট এলাকায় গেলে পুলিশের উপস্থিতিতে আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা শিক্ষার্থীদের পেটাতে শুরু করেন। আন্দোলন কারীরা শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকার সড়ক দিয়ে সুপার মার্কেট এলাকায় আসতে চাইলে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল মৃধা, শহর ছাত্রলীগের সভাপতি নসিবুল ইসলাম, সাধারণ সম্পাদক সাজ্জাদ সাগর, শহর আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ একাধিকজন প্রতিনিধি ও তাদের অনুসারী নেতা-কর্মীরা বন্দুক, ছুরি, ককটেল নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালান।

অন্যদিকে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানেগ্যাসের শেল ও ছররা গুলি ছোড়ে পুলিশ। সেদিনের ঘটনায় উত্তর ইসলামপুরের রিয়াজুল ফরাজী, সজল মোল্লা ও নুর মোহাম্মদ ওরফে ডিপজল মারা যান। গুলিবিদ্ধ হন দেড় শতাধিক আন্দোলনকারী। এদিন মামলার বাদী মঞ্জিল মোল্লার পেট, পিঠ ও হাতে তিনটি গুলিলাগে। এতে মঞ্জিলের ডান হাতের কবজির হাড় গুড়ো গুড়ো হয়ে যায়। পেটের গুলিতে ৫ টিনাড়ছিদ্র হয়। ঘটনার পর থেকে আড়াই মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মঞ্জিল। সেখানে তারহাত ও পেটে তিনটি সার্জারি হয়। মঞ্জিল এখনো তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

গাজীপুরে ২১০ পিস ইয়াবা ও সাড়ে ১১ লাখ টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে সাবেক দুই এমপিসহ ১৪২ জনের বিরুদ্ধে মামলা

আপডেট টাইম : ০১:৫১:৪৯ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪

নাদিম হায়দার, মুন্সীগঞ্জ প্রতিনিধি-

মুন্সীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মো.মঞ্জিল মোল্লা নামে এক বিএনপিকর্মী আহত হওয়ার ঘটনায় মুন্সিগঞ্জ-১ ও মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক দুই সংসদ সদস্যসহ ১৪২ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। এ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে হতাহতের ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানায় ৩টি হত্যা ও দুটি হত্যা চেষ্টাসহ ৫ টি মামলা হলো।

মামলায় অজ্ঞাত পরিচয় আসামি করা হয়েছে আওয়ামীলীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও সমমনা সংগঠনের আরও ১০০-১৫০ জন নেতা-কর্মীকে। শুক্রবার সকাল আটটার দিকে মুন্সিগঞ্জ সদর থানায় এই মামলা দায়ের হয়। মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান মামলার তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আহত মঞ্জিল মোল্লা মুন্সীগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য মো.মহিউদ্দিন আহমেদ, মুন্সীগঞ্জ -৩আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফয়সালসহ ১৪২ জনের নাম উল্লেখ করে অভিযোগ দাখিল করে ছিলেন। শুক্রবার সকালে সেই অভিযোগটি মামমলা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। মামলার বাদী আহত মঞ্জিল মোল্লা (৫৩) শহরের উত্তর ইসলামপুর এলাকার ইব্রাহিম মোল্লার ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর এবং বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

মামলার আসামিদের মধ্যে আছেন- মুন্সীগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদের ছেলে কেন্দ্রীয় যুবলীগের সদস্য আনিসুর রহমান ওরফে রিয়াদ, মুন্সিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, মুন্সীগঞ্জ শহর আওয়ামীলীগের সভাপতি ও রাষ্ট্র পক্ষের আইনজীবী (পিপি) আবদুল মতিন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূইয়া, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল মৃধা, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সুরুজ, শহর ছাত্রলীগের সভাপতি নসিবুল ইসলাম, সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন প্রমুখ।

মামলার এজাহারেবলা হয়- গত ৪ আগস্ট রোববার সকাল থেকে সরকার পতনের এক দফা আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে শহরের বিএনপি অধ্যুষিত এলাকা উত্তর ইসলামপুরের শতশত লোকজন অংশ নেন। ওই দিন সকাল পৌনে ১০টার দিকে ছাত্র-জনতা শহরের সুপার মার্কেট এলাকায় গেলে পুলিশের উপস্থিতিতে আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা শিক্ষার্থীদের পেটাতে শুরু করেন। আন্দোলন কারীরা শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকার সড়ক দিয়ে সুপার মার্কেট এলাকায় আসতে চাইলে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল মৃধা, শহর ছাত্রলীগের সভাপতি নসিবুল ইসলাম, সাধারণ সম্পাদক সাজ্জাদ সাগর, শহর আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ একাধিকজন প্রতিনিধি ও তাদের অনুসারী নেতা-কর্মীরা বন্দুক, ছুরি, ককটেল নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালান।

অন্যদিকে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানেগ্যাসের শেল ও ছররা গুলি ছোড়ে পুলিশ। সেদিনের ঘটনায় উত্তর ইসলামপুরের রিয়াজুল ফরাজী, সজল মোল্লা ও নুর মোহাম্মদ ওরফে ডিপজল মারা যান। গুলিবিদ্ধ হন দেড় শতাধিক আন্দোলনকারী। এদিন মামলার বাদী মঞ্জিল মোল্লার পেট, পিঠ ও হাতে তিনটি গুলিলাগে। এতে মঞ্জিলের ডান হাতের কবজির হাড় গুড়ো গুড়ো হয়ে যায়। পেটের গুলিতে ৫ টিনাড়ছিদ্র হয়। ঘটনার পর থেকে আড়াই মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মঞ্জিল। সেখানে তারহাত ও পেটে তিনটি সার্জারি হয়। মঞ্জিল এখনো তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।