এমামুল,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি-
বগুড়ার আদমদীঘির সান্তাহারে ভটভটি ও অটোচার্জারের মুখোমুখি সংঘর্ষে আব্দুল মতিন (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় সান্তাহার পূর্বঢাকা রোড এলাকায় বগুড়া-নওগাঁ মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত আব্দল মতিন উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের শিববাটি কান্ডারপাড়া এলাকার মজিবর রহমানের ছেলে৷ এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
জানা যায়, শনিবার সন্ধ্যায় এক অটোচার্জারে এক যাত্রী নিয়ে আদমদীঘি থেকে সান্তাহারের উদ্দেশ্যে যাচ্ছিলেন চালক আব্দুল মতিন। পথেমধ্যে সান্তাহার পূর্বঢাকা রোড এলাকায় পৌঁছাতে অপরদিকে থেকে আসা এক ভটভটির সাথে সংঘর্ষ হয়৷ এতেকরে ঘটনাস্থলে আহত হন যাত্রী ও চালক। স্থানীয়রা তাদের উদ্ধার করে নিকটবর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে চালক আব্দুলের শারীরিক অবস্থা অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে
রেফার্ড করা হয়৷ সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতে তিনি মারা যান।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়৷ এসময় গুরুতর আঘাত পাওয়ায় চিকিৎসাধীন অবস্থায় চালক আব্দুল মতিন মারা যান। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।