নিজস্ব প্রতিবেদক-
অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন ।
আজ এক শোকবার্তায় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, মরহুম এ এফ হাসান আরিফ ছিলেন একজন
বিজ্ঞ আইনজীবী। তিনি অ্যাটর্নি জেনারেল ও তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা হিসেবে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছিলেন।
পররাষ্ট্র উপদেষ্টা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।