রেজাউল মোল্লা, গাজীপুর- সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ করেছে গাজীপুর মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন সমূহের দশ সহস্রাধিক নেতাকর্মী। ‘সন্ত্রাসী-চাঁদাবাজদের কালো হাত ভেঙ্গে দাও; গুঁড়িয়ে দাও’ শ্লোগান শ্লোগানে সোমবার বিকেলে প্রকম্পিত হয় গাজীপুর শহর এলাকা। নগরীর জোরপুকুরপাড় থেকে রেলগেট পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাজবাড়ি সড়কে এ ব্যতিক্রমী মিছিলের নেতৃত্ব দেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সালাম।
পরে মিছিলটি রাজবাড়ি রোডের জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এসময় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, বিএনপি নেতা নীনা মোস্তাফা, অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম রনি, শামসুদোহা সরকার তাপস, অ্যাডভোকেট শরীফ উদ্দিন, রায়হান আল মাহমুদ রানা, যুবদল নেতা শরিফ আজাদ, ছাত্রদল নেতা ইমরান রেজা, মহিবুর রশিদ মারুফ, মাহফুজ খান প্রমুখ।
মিছিলে অংশগ্রহনকারীদের অধিকাংশই ছিল বয়সে তরুণ। বক্তারা বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায় হলে দেশবাসী স্বাধীনতার প্রকৃত স্বাদ অনুভব করবে। তারেক রহমান ঘোষিত ৩১ দফা ইতিমধ্যেই জনগণের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে।
শিরোনাম :
গাজীপুরে আব্দুস সালামের নেতৃত্বে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ
- খবর বাংলাদেশ ডেস্ক :
- আপডেট টাইম : ০৪:৪১:৪০ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
- ৭৭৮ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ