পঞ্চগড় প্রতিনিধি-
নানা উৎসব আয়োজনের মধ্যোদিয়ে পঞ্চগড়ের তরুণ-তরুণীরা মেতেছে তারুণ্যের উৎসবে। মাসব্যাপি তারুণ্যের উৎসবে হাজার হাজার তরুণ-তরুণীসহ সকলের স্বতস্ফুর্ত অংশগ্রহণ ভিন্ন রকম আমেজ সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছে পঞ্চগড়ের সুধী সমাজ।
পঞ্চগড়ে মাসব্যাপি তারুণ্যের উৎসবে মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল থেকে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে বিনামুল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
চক্ষু শিবির পাশাপাশি সেচ্ছাসেবী সংগঠন বাঁধন এর পক্ষ থেকে বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয়, পঞ্চগড় ডায়াবেটিস হাসপাতাল এর পক্ষ থেকে বিনামূল্যে ডায়বেটিস ও পেশার মাপা সহ বিনামুল্যে প্রার্থমিক ওষুধপত্রও দেয়া হয়।
চক্ষুশিবিরে চিকিৎসা সহায়তা দিচ্ছে দিনাজপুরের গাউসুল আযম বিএনএসবি আই হাসপাতাল ও আন্ধেরী হিলফি বন নামের জার্মান ভিত্তিক একটি স্বেচ্ছাসেবি সংস্থা আর্থিক সহায়তা দিচ্ছে ।
পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে মাসব্যাপি তারুণ্য উৎসবের ২৫ ইভেন্টের মধ্যে একটি বিনামুল্যে চক্ষু শিবির। চিকিৎসা নিতে আসা গুরুতর রোগীদের দিনাজপুরে মূল হাসপাতালে বিনামুল্যে আবাসিক চিকিৎসা দেয়া হবে বলে জানিয়েছে আয়োজক কতৃপক্ষ। এজন্য হাসপাতাল কতৃপক্ষের নিজস্ব পরিবহনে রোগীদের নিয়ে যাওয়া হবে বলে জানান কতৃপক্ষ। সকালে বেলুন উড়িয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক মো. সাবেত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনী’র ২৯বীর সৈয়দপুর ক্যান্টন্টমেন্টের মেজর মেহেদী হাসান, সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায়, জেলা বিএনপি’র আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, পৌর বিএনপি’র আহ্বায়ক তৌহিদুল ইসলাম, জামায়াতে ইসলামীর জেলা আমির ইকবাল হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক ফজলে রাব্বি, স্বেচ্ছাসেবী ফোরামের প্রধান সমন্বয়ক আহসান হাবিব প্রমুখ।
জানাগেছে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে ২২ জানুয়ারী উপস্থিত বক্তৃতা, ২৩ জানুয়ারী শুরু হবে তিন দিন ব্যাপি পিঠা উৎসব, সাংস্কৃতিক সন্ধ্যা, গণমাধ্যম কর্মীদের জন্য ক্রিড়া বিনোদন, স্কিল ডেভলপমেন্ট ইযুথ সামিট, ইংলিশ স্পিকিং, লার্নিং, ফ্রিল্যান্সিং, নেটওয়াকিং এবং কমিউনিকেশনের উপর অনুষ্ঠিত হবে দিনব্যাপি প্রশিক্ষণ। রয়েছে নতুন বাংলাদেশের ধারণা প্রদানের লক্ষ্যে পেশাজীবীদের নিয়ে (রিক্সাওয়ালা, শ্রমিক, ড্রাইভার) প্রশিক্ষণ কর্মসূচী।
আগামী ২৫ জানুয়ারী বিখ্যাত ব্যন্ড শিল্পীদের অংশগ্রহণে কনসার্ট আয়োজনের মধ্য দিয়ে এই উৎসব শেষ হওয়ার কথা রয়েছে।
শিরোনাম :
পঞ্চগড়ে তারুণ্যের উৎসবে বিনামুল্যে চক্ষু শিবির
- খবর বাংলাদেশ ডেস্ক :
- আপডেট টাইম : ১২:৪৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
- ৭৬৮ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ