ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ফেসবুক পোস্টের জেরে নওগাঁয় কলেজ শিক্ষার্থীকে মারপিটের অভিযোগ তরুন প্রজন্মের চিন্তা চেতনাকে নিয়ে কাজ করতে হবে- আমিনুল হক জয়পুরহাটে ক্ষেতলালে নিখোঁজের ৯ দিন পর আলোচিত কাফির লাশ উদ্ধার সিরাজদিখানে ফুটবল খেলাকে কেন্দ্র করে ঘরবাড়ি ভাংচুর ও হামলা: আহত-৫ আদমদীঘিতে প্রতারণা করে বোনদের সম্পত্তি লিখে নিল ভাই মিরপুর ইস্টার্ণ হাউজিং ডাইং ফ্যাক্টারিতে অবৈধ গ্যাস সংযোগের মহাউৎসব প্রতারণার মাধ্যমে বিয়ে করে অর্থ হাতিয়ে নেয়ায় গ্রেফতার বিতর্কিত নারী সংস্কার কমিশন বাতিল না করলে কঠোর আন্দোলন- মাওলানা ইমতিয়াজ আলম রাজউককে জনবান্ধব করতে আইন ও বোর্ডের গঠন বদলাতে হবে- সৈয়দা রিজওয়ানা হাসান সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালতে ৭৫ হাজার টাকা জরিমানা

এএসআই মিরন সিকদার ও আনসার মোতাহারে মোবাইল বানিজ্য

এএসআই মিরন সিকদার দারুসসালাম থানায় কর্মরত থাকা কালিন হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারের কাজ করতেন। সাথে সহযোগী হিসাবে ছিলেন আনসার সদস্য মোতাহার উদ্ধার করা মোবাইল বেশিরভাগ বিক্রি করার অভিযোগ তার অনেক। এবং উদ্ধার করা মোবাইল বিক্রি করার সময় জনগনের কাছে ধরাও পড়ে কয়েকবার। তারপর জরিমানা দিয়ে সেখান থেকে রেহায় পান এই মিরন সিকদার। ও আনসার সদস্য মোতাহার। এই মিরন সিকদারের এমন একটা ঘটনায় চাকরী চলে যায় দারুসসালাম থানায় কর্মরত এ এস আই হাফিজ। এবং খিলগাঁও থানায় কর্মরত এ এস আই মোস্তাফিজ ও সি আই ডি তে কর্মরত এক পুলিশ সদস্যের। সেখানে অপরাধ করছে মিরন সিকদার কিনতু সাজা হয়েছে অন্য পুলিশের।পুলিশের ভুল তদন্তের কারনে বেচে যায় এই মিরন সিকদার।

গত ৫ আগষ্টের পর দারুস সালাম থানাধীন ১০ নং কমিনিটি সেন্টারের সামনে মোবাইল বিক্রি করার সময় জনগনের কাছে আটক হয় মিরন সিকদারের লোকজন তারা মিরন সিকদারের কথা বললে মিরন সিকদার মোটা অংকের টাকা জরিমানা দিয়ে বেচে যায়। এখন এই আনসার সদস্য চট্টগ্রাম বন্দর থানার ওসির নাম বলে ৮০০০ আট হাজার টাকা দাবী করেন এবং ওসিকে আট হাজার টাকা না দিলে মোবাইল দিবেনা বলে জানান মোবাইলের মালিক কে। তখন মোবাইলের মালিক প্রতিবেদক কে জানালে। প্রতিবেদক চট্টগ্রাম বন্দর থানার ওসিকে ফোন করে জানতে চায়। ওসি তখন প্রতিবেদক কে বলেন এটা ভুয়া কথা মিথ্যা কথা। আমার থানায় কোন আনসার সদস্য নেই। এবং আনসার সদস্য মোতাহারের ফোন নাম্বারে কল দিলেও আনসার সদস্য মোতাহার ওসির ফোন রিছিভ করেনি।

তবে আনসার সদস্য মোতাহারের কাছে জানতে চায়লে মোতাহার প্রতিবেদকের সাথে অশালীন কথা বলে এবং ভুয়া সাংবাদিক এবং প্রতিবেদকের ফেসবুক থেকে ছবি ডাউনলোড করে অনেকের কাছে পাঠিয়ে ভুয়া এবং চাঁদাবাজ বলে লিখতে থাকে এবং প্রতিবেদকের হোয়াটসঅ্যাপ এ কল দিয়ে হুমকি দেন। আনসার সদস্য মোতাহারের বিষয়ের চট্টগ্রাম জেলা আনসার কমান্ডারের সাথে যোগাযোগ করা হলে কমান্ডার বলেন আমি একটা ক্লাসে আছি পরে কথা বলবো।

আনসার সদস্য মোতাহার উদ্ধার করা মোবাইল বুঝিয়ে দেওয়ার জন্য মোবাইল ফোনের মালিকের হোয়াটসঅ্যাপ নাম্বারে উদ্ধার করা মোবাইলের ছবি এবং তার বিকাশ নাম্বার ও নগদ একাউন্ট নাম্বার দিয়ে ৮০০০ আট হাজার টাকা দাবীকৃত সব এস এম এস আছে। গতরাতে আনসার সদস্য মোতাহার প্রতিবেদককে জানে মেরে ফেলার হুমকি এবং মিথ্যা মামলার ভয় দেখাতে থাকে। এ বিষয়ে এএসআই মিরন সিকদারের কাছে জানাতে চায়লে প্রতিবেদকের নাম্বার ব্লক করে দেন। এবং সব যোগাযোগ বন্ধ করে দেন। এখন এই  এএসআই মিরন সিকদার বরিশালের ঝালকাঠি জেলায় কর্মরত আছে বলে যানা যায়।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ফেসবুক পোস্টের জেরে নওগাঁয় কলেজ শিক্ষার্থীকে মারপিটের অভিযোগ

এএসআই মিরন সিকদার ও আনসার মোতাহারে মোবাইল বানিজ্য

আপডেট টাইম : ০৯:৪৭:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫

এএসআই মিরন সিকদার দারুসসালাম থানায় কর্মরত থাকা কালিন হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারের কাজ করতেন। সাথে সহযোগী হিসাবে ছিলেন আনসার সদস্য মোতাহার উদ্ধার করা মোবাইল বেশিরভাগ বিক্রি করার অভিযোগ তার অনেক। এবং উদ্ধার করা মোবাইল বিক্রি করার সময় জনগনের কাছে ধরাও পড়ে কয়েকবার। তারপর জরিমানা দিয়ে সেখান থেকে রেহায় পান এই মিরন সিকদার। ও আনসার সদস্য মোতাহার। এই মিরন সিকদারের এমন একটা ঘটনায় চাকরী চলে যায় দারুসসালাম থানায় কর্মরত এ এস আই হাফিজ। এবং খিলগাঁও থানায় কর্মরত এ এস আই মোস্তাফিজ ও সি আই ডি তে কর্মরত এক পুলিশ সদস্যের। সেখানে অপরাধ করছে মিরন সিকদার কিনতু সাজা হয়েছে অন্য পুলিশের।পুলিশের ভুল তদন্তের কারনে বেচে যায় এই মিরন সিকদার।

গত ৫ আগষ্টের পর দারুস সালাম থানাধীন ১০ নং কমিনিটি সেন্টারের সামনে মোবাইল বিক্রি করার সময় জনগনের কাছে আটক হয় মিরন সিকদারের লোকজন তারা মিরন সিকদারের কথা বললে মিরন সিকদার মোটা অংকের টাকা জরিমানা দিয়ে বেচে যায়। এখন এই আনসার সদস্য চট্টগ্রাম বন্দর থানার ওসির নাম বলে ৮০০০ আট হাজার টাকা দাবী করেন এবং ওসিকে আট হাজার টাকা না দিলে মোবাইল দিবেনা বলে জানান মোবাইলের মালিক কে। তখন মোবাইলের মালিক প্রতিবেদক কে জানালে। প্রতিবেদক চট্টগ্রাম বন্দর থানার ওসিকে ফোন করে জানতে চায়। ওসি তখন প্রতিবেদক কে বলেন এটা ভুয়া কথা মিথ্যা কথা। আমার থানায় কোন আনসার সদস্য নেই। এবং আনসার সদস্য মোতাহারের ফোন নাম্বারে কল দিলেও আনসার সদস্য মোতাহার ওসির ফোন রিছিভ করেনি।

তবে আনসার সদস্য মোতাহারের কাছে জানতে চায়লে মোতাহার প্রতিবেদকের সাথে অশালীন কথা বলে এবং ভুয়া সাংবাদিক এবং প্রতিবেদকের ফেসবুক থেকে ছবি ডাউনলোড করে অনেকের কাছে পাঠিয়ে ভুয়া এবং চাঁদাবাজ বলে লিখতে থাকে এবং প্রতিবেদকের হোয়াটসঅ্যাপ এ কল দিয়ে হুমকি দেন। আনসার সদস্য মোতাহারের বিষয়ের চট্টগ্রাম জেলা আনসার কমান্ডারের সাথে যোগাযোগ করা হলে কমান্ডার বলেন আমি একটা ক্লাসে আছি পরে কথা বলবো।

আনসার সদস্য মোতাহার উদ্ধার করা মোবাইল বুঝিয়ে দেওয়ার জন্য মোবাইল ফোনের মালিকের হোয়াটসঅ্যাপ নাম্বারে উদ্ধার করা মোবাইলের ছবি এবং তার বিকাশ নাম্বার ও নগদ একাউন্ট নাম্বার দিয়ে ৮০০০ আট হাজার টাকা দাবীকৃত সব এস এম এস আছে। গতরাতে আনসার সদস্য মোতাহার প্রতিবেদককে জানে মেরে ফেলার হুমকি এবং মিথ্যা মামলার ভয় দেখাতে থাকে। এ বিষয়ে এএসআই মিরন সিকদারের কাছে জানাতে চায়লে প্রতিবেদকের নাম্বার ব্লক করে দেন। এবং সব যোগাযোগ বন্ধ করে দেন। এখন এই  এএসআই মিরন সিকদার বরিশালের ঝালকাঠি জেলায় কর্মরত আছে বলে যানা যায়।