আব্দুল্লাহ আল শাফী-
বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোঃ জসিম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এশিয়া প্যাসিফিক) রাষ্ট্রদূত ইমরান আহমেদ সিদ্দিকী।
বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রদূত সিদ্দিকী পাকিস্তানের মাননীয় উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর একটি চিঠি বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার কাছে নিয়ে যান এবং পররাষ্ট্র সচিবের কাছে হস্তান্তর করেন।
উভয় পক্ষই গত বছরের ডিসেম্বরে ডি-৮ শীর্ষ সম্মেলন ও একই বছরের সেপ্টেম্বরে নিউইয়র্কে ৭৯তম UNGA-এর সাইডলাইনে তাদের বৈঠকের সময় মাননীয় প্রধান উপদেষ্টা এবং পাকিস্তানের মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনার কথা স্মরণ করে। এ ছাড়া একই বছরের অক্টোবরে সামোয়ার আপিয়াতে কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকের পাশাপাশি মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা এবং মাননীয় উপ-প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠকের কথাও স্মরণ করেন তারা।
উভয় পক্ষই পররাষ্ট্র সচিব পর্যায়ের পরামর্শের আয়োজনের গুরুত্ব নিয়ে আলোচনা করে। এ ছাড়া পর্যটন খাতে সহযোগিতা, জনগণের মধ্যে যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময়, রোহিঙ্গা ইস্যু এবং আন্তর্জাতিক ফোরামে সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।
আলোচনায় সার্ক, ওআইসি এবং ডি-৮ এর মাধ্যমে আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতা জোরদারের গুরুত্ব তুলে ধরা হয়। এ সময় অতিরিক্ত সচিব (এশিয়া প্যাসিফিক) এর সাথে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ উপস্থিত ছিলেন।