ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চিন্ময় দাসের জামিন ফের না মঞ্জুর মাগুরাতে পুলিশের বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজা সহ গ্রেফতার ২ রেহানা, জয়, পুতুল, ববি ও আজমিনার বাড়ি-জমি ক্রোকের আদেশ শরীয়তপুরে মামলা প্রত্যাহারের দাবিতে প্রবাসী আজিজুল বেপারীর সাংবাদ সম্মেলন নওগাঁয় অভিযোগ দিতে গিয়ে ভুক্তভোগীই থানা হাজতে সোনার বাংলা বহুমুখী সমবায় সমিতির নব নির্বাচিত কমিটি ঘোষণা এদেশের মানুষ নির্বাচন চায় না এটা ড. ইউনুস এর অভিমত, সাধারণ মানুষের নয় – আমিনুল হক মহান মে দিবস হচ্ছে অধিকার আদায় ও বঞ্চনার বিরুদ্ধে লড়াই সংগ্রামের আলোকবর্তিকা- জি এম কাদের মজার প্রলোভন দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার মামলা, ৫০ বছরের বৃদ্ধ গ্রেফতার দেশে ফিরবেন খালেদা জিয়া

রেহানা, জয়, পুতুল, ববি ও আজমিনার বাড়ি-জমি ক্রোকের আদেশ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও বোন শেখ রেহানাসহ পরিবারের পাঁচ সদস্যের বাড়ি ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

ক্রোকের বদেশ হওয়া সম্পত্তির মধ্যে রয়েছে সায়মা ওয়াজেদ পুতুলের গুলশানের বাড়িধারার ৪ কোটি ৯৮ লাখ টাকা মূল্যের বাড়ি, খুলনার দিঘলিয়ায় শেখ রেহানা, সায়মা ওয়াজেদ পুতুল ও সজীব ওয়াজেদ জয়ের নামে থাকা ৬১ লাখ ৮৭ হাজার টাকা মূল্যের ৮৭ দশমিক ৭০ শতাংশ জমি, একই জায়গায় রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিকের ৪১ লাখ ২৪ হাজার ৫০০ টাকা মূল্যের ৮৭ দশমিক ৭০ শতাংশ জমি এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ রেহানার নামের ২০ লাখ ৫০ হাজার টাকামূল্যের ১৯ শতাংশ জমি।

আজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে উপপরিচালক মনিরুল ইসলাম বাড়ি ও জমি ক্রোকের আবেদন করেন।

আবেদনে বলা হয়, সায়মা ওয়াজেদ পুতুল স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। মামলা নিস্পত্তির আগে সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানে ক্ষতির সম্ভবনা রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত তাদের স্থাবর সম্পদ/সম্পত্তির মালিকানা পরিবর্তন/স্থানান্তর বা অন্য কোনো প্রক্রিয়ায় হস্তান্তর করতে না পারেন এজন্য সম্পদ জব্দ করা প্রয়োজন।

এর আগে, গতকাল মঙ্গলবার পুতুলের ৫৭ লাখ টাকা মূল্যের গুলশানের একটি ফ্ল্যাট জব্দের নির্দেশ দেন একই আদালত। গত ১১ মার্চ জয় ও পুতুলের নামে থাকা ধানমন্ডির সুধা সদন বাড়ি জব্দের আদেশ দেওয়া হয়। একইসঙ্গে শেখ রেহানা, রেহানার সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের নামে থাকা জমিসহ বাড়ি ও আটটি ফ্ল্যাট জব্দের আদেশ দেওয়া হয়। এসব সম্পদের বাজার মূল্য ৮ কোটি ৫২ লাখ ৫ হাজার ৩২০ টাকা। পাশাপাশি শেখ হাসিনা ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ১২৪ টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়।

এরও আগে গত ৪ মার্চ পুতুলের নেতৃত্বাধীন প্রতিষ্ঠান সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়। গত ১৮ মার্চ শেখ হাসিনা, বোন শেখ রেহানা, ছেলে সজিব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং তাদের স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ৩১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত। এসব হিসাবে ৩৯৪ কোটি ৬০ লাখ ৭২ হাজার ৮০৫ টাকা রয়েছে। গত ৯ এপ্রিল শেখ হাসিনা, শেখ রেহানা, সজিব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল এবং তাদের স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ১৬ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকাসহ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

চিন্ময় দাসের জামিন ফের না মঞ্জুর

রেহানা, জয়, পুতুল, ববি ও আজমিনার বাড়ি-জমি ক্রোকের আদেশ

আপডেট টাইম : ১২:২৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও বোন শেখ রেহানাসহ পরিবারের পাঁচ সদস্যের বাড়ি ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

ক্রোকের বদেশ হওয়া সম্পত্তির মধ্যে রয়েছে সায়মা ওয়াজেদ পুতুলের গুলশানের বাড়িধারার ৪ কোটি ৯৮ লাখ টাকা মূল্যের বাড়ি, খুলনার দিঘলিয়ায় শেখ রেহানা, সায়মা ওয়াজেদ পুতুল ও সজীব ওয়াজেদ জয়ের নামে থাকা ৬১ লাখ ৮৭ হাজার টাকা মূল্যের ৮৭ দশমিক ৭০ শতাংশ জমি, একই জায়গায় রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিকের ৪১ লাখ ২৪ হাজার ৫০০ টাকা মূল্যের ৮৭ দশমিক ৭০ শতাংশ জমি এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ রেহানার নামের ২০ লাখ ৫০ হাজার টাকামূল্যের ১৯ শতাংশ জমি।

আজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে উপপরিচালক মনিরুল ইসলাম বাড়ি ও জমি ক্রোকের আবেদন করেন।

আবেদনে বলা হয়, সায়মা ওয়াজেদ পুতুল স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। মামলা নিস্পত্তির আগে সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানে ক্ষতির সম্ভবনা রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত তাদের স্থাবর সম্পদ/সম্পত্তির মালিকানা পরিবর্তন/স্থানান্তর বা অন্য কোনো প্রক্রিয়ায় হস্তান্তর করতে না পারেন এজন্য সম্পদ জব্দ করা প্রয়োজন।

এর আগে, গতকাল মঙ্গলবার পুতুলের ৫৭ লাখ টাকা মূল্যের গুলশানের একটি ফ্ল্যাট জব্দের নির্দেশ দেন একই আদালত। গত ১১ মার্চ জয় ও পুতুলের নামে থাকা ধানমন্ডির সুধা সদন বাড়ি জব্দের আদেশ দেওয়া হয়। একইসঙ্গে শেখ রেহানা, রেহানার সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের নামে থাকা জমিসহ বাড়ি ও আটটি ফ্ল্যাট জব্দের আদেশ দেওয়া হয়। এসব সম্পদের বাজার মূল্য ৮ কোটি ৫২ লাখ ৫ হাজার ৩২০ টাকা। পাশাপাশি শেখ হাসিনা ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ১২৪ টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়।

এরও আগে গত ৪ মার্চ পুতুলের নেতৃত্বাধীন প্রতিষ্ঠান সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়। গত ১৮ মার্চ শেখ হাসিনা, বোন শেখ রেহানা, ছেলে সজিব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং তাদের স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ৩১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত। এসব হিসাবে ৩৯৪ কোটি ৬০ লাখ ৭২ হাজার ৮০৫ টাকা রয়েছে। গত ৯ এপ্রিল শেখ হাসিনা, শেখ রেহানা, সজিব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল এবং তাদের স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ১৬ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকাসহ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়।