নারায়ণগঞ্জের রূপগঞ্জে সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের দখলে থাকা রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সরকারি রাস্তা উদ্ধার করলেন স্থানীয় বাসিন্দারা। গত ১৭ মে (শনিবার) দুপুরে উপজেলার গুতিয়াবো এলাকার গ্রামবাসী সরকারি রাস্তাটি উদ্ধার করেন। দীর্ঘদিন স্থানীয় প্রশাসন ব্যর্থ হওয়ার পর গ্রামবাসী সড়কটি উদ্ধার করলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান তার মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের নামে ওই এলাকায় বেশ কয়েক বিঘা জমি কিনেছেন। জমি কেনার পর সেখানে বালু দিয়ে ভরাট করেন এবং সীমানা দেয়াল তুলে দেন। এতে ৩০ বছরের পুরোনো ১০ গ্রামের যাতায়াতের একমাত্র রাস্তা রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ ভবন থেকে দক্ষিণবাগ গোপালিবাড়ি পর্যন্ত এক কিলোমিটার সড়কে যোগাযোগ বন্ধ হয়ে যায়। বাধ্য হয়ে স্থানীয় বাসিন্দারা তিন কিলোমিটার ঘুরে যাতায়াত করতেন। এলাকাবাসী প্রতিবাদ করেও কোনো ফল পাননি। উল্টো পুলিশ দিয়ে নানাভাবে প্রতিবাদকারীদের হয়রানি করা হতো।
এ ব্যাপারে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও পূর্বাচল রাজস্ব সার্কেল তাছবির হোসেন বলেন, ‘ইউনিয়ন পরিষদের রাস্তাটি বালু ফেলে ভরাট করে ফেলে কয়েকটি আবাসন কোম্পানি। কিছু অংশে পাকা স্থাপনা নির্মাণ করে সড়ক দখলে রেখেছিল সালমান এফ রহমানের কোম্পানি বেক্সিমকো। এটি আইনি প্রক্রিয়ায় উদ্ধার হওয়ার কথা থাকলেও তা হয়নি। এখন গ্রামবাসী রাস্তাটি উদ্ধার করেছেন।’