ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পঞ্চগড়ে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর উৎপাদন, দুই কারখানাকে জরিমানা কালীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে গরু ও উপকরণ বিতরণ শরীয়তপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন গাইবান্ধায় ৩৭ কেজি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ৩ পঞ্চগড়ে উত্তরা গ্রীণ টি কারখানার চেয়ারম্যান ও পরিচালক কারাগারে ব্যাংক চালান ছাড়াই সার্ভার কপি বিতরণ দেবীগঞ্জ নির্বাচন অফিসে আদমদীঘি উপজেলা পরিদর্শনে বিভাগীয় পরিচালক পারভেজ রায়হান অবৈধ ইটভাটা বন্ধে সরকার কঠোর: বিকল্প হিসেবে জনপ্রিয় হচ্ছে কংক্রিট ব্লক বাউফলে পৃথকভাবে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন আদমদিঘিতে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা- র‌্যালি

মাগুরা আলোকদিয়া তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১ খুন

মাগুরায় সদর উপজেলার আলোকদিয়া গ্রামে তুচ্ছ ঘটনার জেরে প্রতিবেশির ছুরিকাঘাতে হাসান শেখ (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

হাসান ওই গ্রামের পাঞ্জু শেখের ছেলে। এ সময় পাঞ্জু শেখ এবং দুই চাচাতো ভাই মিজান ও শিপন গুরুতর আহত হয়েছে।

তাদেরকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রবিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে আলোকদিয়া গ্রামের জয়নাল শেখের মাদকাসক্ত ছেলে রিপন সিগারেট জ্বালানোর জন্যে আগুন চাইতে প্রতিবেশি আলম মোল্যার বাড়ির মধ্যে প্রবেশ করে। কিন্তু বাড়িতে চোর ঢুকেছে মনে করে তারা রিপনকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখে।

বিষয়টি জানতে পেরে রিপনের পরিবারের সদস্যরা রাত ১ টার দিকে ওই বাড়িতে যায়। এ সময় উভয় পরিবারের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে আলম মোল্যার ছেলে আল আমিন ধারালো ছুরি নিয়ে তাদের উপর হামলা করে। এতে পাঞ্জু শেখ, ছেলে হাসান এবং চাচাতো ভাই মিজান ও শিপন গুরুতর আহত হয়। ঘটনার পর তাদেরকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসান শেখের মৃত্যু হয়।

আহত অন্যদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব আলী জানান, তুচ্ছ ঘটনার জেরে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর উৎপাদন, দুই কারখানাকে জরিমানা

মাগুরা আলোকদিয়া তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১ খুন

আপডেট টাইম : ০৭:৫৭:১৪ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫

মাগুরায় সদর উপজেলার আলোকদিয়া গ্রামে তুচ্ছ ঘটনার জেরে প্রতিবেশির ছুরিকাঘাতে হাসান শেখ (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

হাসান ওই গ্রামের পাঞ্জু শেখের ছেলে। এ সময় পাঞ্জু শেখ এবং দুই চাচাতো ভাই মিজান ও শিপন গুরুতর আহত হয়েছে।

তাদেরকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রবিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে আলোকদিয়া গ্রামের জয়নাল শেখের মাদকাসক্ত ছেলে রিপন সিগারেট জ্বালানোর জন্যে আগুন চাইতে প্রতিবেশি আলম মোল্যার বাড়ির মধ্যে প্রবেশ করে। কিন্তু বাড়িতে চোর ঢুকেছে মনে করে তারা রিপনকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখে।

বিষয়টি জানতে পেরে রিপনের পরিবারের সদস্যরা রাত ১ টার দিকে ওই বাড়িতে যায়। এ সময় উভয় পরিবারের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে আলম মোল্যার ছেলে আল আমিন ধারালো ছুরি নিয়ে তাদের উপর হামলা করে। এতে পাঞ্জু শেখ, ছেলে হাসান এবং চাচাতো ভাই মিজান ও শিপন গুরুতর আহত হয়। ঘটনার পর তাদেরকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসান শেখের মৃত্যু হয়।

আহত অন্যদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব আলী জানান, তুচ্ছ ঘটনার জেরে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।