হজযাত্রীদের প্রয়োজনীয় সব সেবা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। আজওয়াহ হজ ট্রাভেলস আয়োজিত হাজিদের পুনর্মিলনী অনুষ্ঠানে তারা বলেন, আগামীতে হজযাত্রীদের ব্যয় কমানোর ব্যবস্থা।
শুক্রবার ১১ জুলাই রাজধানীর উত্তরায় জমজম সেন্টারে সালিম গ্রুপের চেয়ারম্যান মাওলানা ক্বারী মো. সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহিব্বুল্লাহিল বাকী আন-নদভী। অনুষ্ঠানে বক্তৃতা করেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব মাওলানা ক্বারী হাবিবুল্লাহ বেলালী, স্টারলিং গ্রুপের পরিচালক মনিরুল ইসলাম সেন্টু, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার, এয়ারপোর্ট হেল্প লাইন লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ রুহুল আমিন মিন্টু, আশালয় হাউজিং লিমিটেডের চেয়ারম্যান মো. ওমর ফারুক, ডায়নামিক গ্রুপের চেয়ারম্যান জসিম উদ্দিন, এস এন ট্রেড মাইক্রো মিডিয়া কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম ভূঁইয়া রাসেল, তহুরা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ফয়েজ আহমেদ, গ্লোবাল টেক্সটাইলের চেয়ারম্যান ইব্রাহীম খলিল ফাহিম, ইউনিক গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ সানোয়ারুল হক, উত্তর বাড্ডা কামিল মাদ্রাসা মসজিদের খতিব আবু ইয়াহিয়া জাকারিয়া আল হুসাইন, টঙ্গী এয়ার ট্রাভেলসের স্বত্বাধিকারী গাজী মুফতি ইয়াকুব প্রমুখ।