মাগুরা মহম্মদপুর উপজেলার ৭ নং পলাশবাড়ীয়া ইউনিয়ন বিএনপি,র নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার ৩০ আগস্ট বিকাল ৪ টার সময় ঝামা মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মাগুরা মহম্মদপুর ৭ নং পলাশবাড়ীয়া ইউনিয়ন বিএনপি এর আয়োজনে বিশাল কর্মী সমাবেশ করা হয়।
নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা জেলা বিএনপি সদস্য ও মহম্মদপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান বাচ্চু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।
এছাড়াও উপস্থিত ছিলেন, মাগুরা সদর উপজেলা যুবদলের আহবায়ক কুতুবউদ্দিন রানা, নহাটা বিএনপি নেতা আক্কাস শেখ। বক্তব্য রাখেন মহম্মদপুর উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাবুল, মহম্মদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জহুরুল হক, নহাটা ইউনিয়ন সভাপতি ও সাবেক চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান, মহম্মদপুর উপজেলা বিএনপি সাবেক সভাপতি গোলাম আযম মিয়া সাবু, মহম্মদপুর উপজেলা বিএনপি সাবেক সদস্য মোঃ আক্তারুজ্জামান, মহম্মদপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান, বিনোদপুর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি নজরুল ইসলাম সহ প্রমুখ।
প্রধান অতিথি ঢাকা দক্ষিণ মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন বলেন, গতকাল ঢাকায় ভিপি নূর কে যেভাবে মারধর করা হয়েছে এটা খুবই দুঃখ জনক ঘটনা আজ ভিপি নূর মার খেয়েছে আগামীদিনে আমার ও আপনার এমন হবে না তার নিশ্চয়তা কি? ভিপি নূর ও আমি রবিউল ইসলাম নয়ন একই সাথে ঢাকাতে স্বৈরাচার হাসিনার পতনের যুদ্ধ করেছি। এই ভিপি নূরকে মারধর করায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি আরও বলেন দেশ নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া এই মাগুরা-২ আসনে যাকে মনোনয়ন দিবেন আপনারা তারেক জিয়ার হয়ে ধানের শীষে সেই ব্যক্তিকেসেই ব্যক্তিকে ভোট দিয়ে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এছাড়াও মহম্মদপুর উপজেলার সমস্ত ইউনিয়নের নেতাও কর্মীদের উদ্দেশ্যে বলেন আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে পলাশবাড়ীয়া ইউনিয়ন সহ সব ইউনিয়নে ঐকবদ্ধ গড়ে তুলবেন।