ভ্রাম্যমান প্রতিনিধি-
মাগুরা মহম্মদপুর উপজেলার চড়পাচুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ধর্ম শিক্ষক আবদুল হান্নানের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাথে অশোভন আচরণের অভিযোগ উঠেছে।
লিখিত অভিযোগে শিক্ষার্থীরা জানিয়েছেন, তিনি পাঠদানের পরিবর্তে শিক্ষার্থীদের শরীরে বিভিন্ন স্থানে হাত দেন, গান-বাজনা শোনান এবং মোবাইলে ভিডিও দেখান, যেটি ক্লাস রুমের পরিপন্থী কাজ। এতে তারা বিরক্ত ও মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে তার আব্দুল হান্নান শিক্ষকের ক্লাস বর্জনের আবেদন করেছেন।
অভিযুক্ত শিক্ষক আবদুল হান্নান মহম্মদপুর উপজেলার রায়পাশা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন তেলবাজ ব্যক্তি তাকে বাঁচানোর চেষ্টা করছেন।
শিক্ষার্থীরা বলছেন শিক্ষকতা একটি মহান পেশা, সেখানে এ ধরনের অশোভন আচরণের কোনো স্থান নেই। দ্রুত সঠিক তদন্ত করে শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।