মুন্সীগঞ্জ প্রতিনিধি-
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্যেপাড়া ইউনিয়নের মড়ণ মার্কেট নামক স্থানে রাতের আধারে সরকারি গাছ কাটার ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, জায়গাটির মালিক ইসলামপুর বস্ত্র ব্যাবসায়ী সমিতির সভাপতি শিল্পপতি আঃ ছাত্তার ঢালী। গত ১১ই সেপ্টেম্বর বৃহস্পতিবার মধ্য রাতে কোন প্রকার অনুমোদন ছাড়াই সামাজিক নবায়নের সরকারি গাছের অধিকাংশ ডালগুলো কেটে ফেলা হয়। ঘটনাসূত্রে সরজমিনে গিয়ে দেখা যায় সেখানে সরকারের রোপণকৃত একটি কড়ই গাছের অধিকাংশ ডাল শ্রমিক দিয়ে কেটে ফেলেন জায়গার মালিক মোঃ ছাত্তার ঢালী।
এ বিষয়ে মোঃ ছাত্তার ঢালী কে প্রশ্ন করলে তিনি বলেন, জায়গায় টি আমার এটা ঠিক তবে আমাকে না জানিয়ে গাছটি কাটা হয়েছে। এটা ঠিক হয়নি। দেখেন আমার একটি গরুর ফার্ম আছে সেই ফার্মের জন্য জমিনটিতে আমি ঘাস রোপণ করি। কিন্তুু কড়ই গাছের পাতার কারণে ঘাসগুলো হচ্ছেনা তবে অবশ্যই গাছটি কাটার আগে অনুমতি নেয়ার প্রয়োজন ছিলো ওরা ভূল কাজ করেছে।
বিষয় টি নিয়ে সিরাজদিখান বন কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, এলাকা বাসীর মাধ্যমে আমি ঘটনাটি শুনেছি আগামী রবিবার সেখানে গিয়ে তদন্তের মাধ্যমে ব্যাবস্থা গ্রহণ করবো।