ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মাগুরা মহম্মদপুরে শিক্ষক আ. হান্নানের বিরুদ্ধে শিশু যৌন নিপীড়নের অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন নারী সাংবাদিকতার এক আলোকবর্তিকা শেখ হাসিনাকে কোনো দেশ গ্রহণ করেননি ভারত করেছে : আলতাফ হোসেন চৌধুরী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আব্দুল হালিমের পাহাড় সমান দুর্নীতির তদন্ত হচ্ছে না কেন? সিরাজদিখানে রাতের অধারে সরকারি গাছ কাটার অভিযোগ বরগুনায় বিভিন্ন দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গণসমাবেশ অনুষ্ঠিত ‘মব-সন্ত্রাস’ বন্ধসহ চার দাবিতে গাইবান্ধায় সিপিবির বিক্ষোভ গাইবান্ধার সুন্দরগঞ্জে সেতু আছে, সড়ক নেই — চরম দুর্ভোগে এলাকাবাসী জরুরি বিভাগে ডাক্তার অনুপস্থিত, সেলাই করলেন ওয়ার্ড বয়! মাগুরার মহম্মদপুরে শিক্ষক হান্নানের ক্লাস বর্জনের অভিযোগ

মাগুরা মহম্মদপুরে শিক্ষক আ. হান্নানের বিরুদ্ধে শিশু যৌন নিপীড়নের অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার চরপাঁচুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হান্নানের বিরুদ্ধে শিশু যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ অভিযোগের প্রেক্ষিতে ১৫ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টায় বিদ্যালয় চত্বরে স্থানীয় এলাকাবাসী এক মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা জানান, অভিযুক্ত শিক্ষক দীর্ঘদিন ধরে শ্রেণিকক্ষে দায়িত্ব পালনের আড়ালে শিক্ষার্থীদের প্রতি অশালীন আচরণ করে আসছিলেন। সম্প্রতি কয়েকজন শিক্ষার্থী বিষয়টি তাদের অভিভাবকদের জানালে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে এলাকাবাসী মানববন্ধনের মাধ্যমে অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

বক্তারা বলেন, শিক্ষকতা একটি মহান পেশা, যেখানে নৈতিকতা ও আদর্শ শেখানো হয়। সেখানে এমন অপরাধ সমাজের জন্য লজ্জাজনক। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অবিলম্বে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ সময় বক্তারা অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করে আইনানুগ তদন্ত ও প্রয়োজনীয় আইনি পদক্ষেপের দাবি জানান। তারা আরও হুঁশিয়ারি দেন, যদি যথাযথ ব্যবস্থা গ্রহণ না করা হয়, তবে তারা আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন। এ বিষয়ে যে কোনো অপ্রীতিকর ঘটনার দায়ভার প্রশাসনকে নিতে হবে বলেও উল্লেখ করেন।

মানববন্ধনে কয়েক শতাধিক নারী-পুরুষ, অভিভাবক ও সচেতন নাগরিক উপস্থিত ছিলেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মাগুরা মহম্মদপুরে শিক্ষক আ. হান্নানের বিরুদ্ধে শিশু যৌন নিপীড়নের অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন

মাগুরা মহম্মদপুরে শিক্ষক আ. হান্নানের বিরুদ্ধে শিশু যৌন নিপীড়নের অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন

আপডেট টাইম : ০১:০৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার চরপাঁচুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হান্নানের বিরুদ্ধে শিশু যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ অভিযোগের প্রেক্ষিতে ১৫ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টায় বিদ্যালয় চত্বরে স্থানীয় এলাকাবাসী এক মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা জানান, অভিযুক্ত শিক্ষক দীর্ঘদিন ধরে শ্রেণিকক্ষে দায়িত্ব পালনের আড়ালে শিক্ষার্থীদের প্রতি অশালীন আচরণ করে আসছিলেন। সম্প্রতি কয়েকজন শিক্ষার্থী বিষয়টি তাদের অভিভাবকদের জানালে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে এলাকাবাসী মানববন্ধনের মাধ্যমে অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

বক্তারা বলেন, শিক্ষকতা একটি মহান পেশা, যেখানে নৈতিকতা ও আদর্শ শেখানো হয়। সেখানে এমন অপরাধ সমাজের জন্য লজ্জাজনক। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অবিলম্বে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ সময় বক্তারা অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করে আইনানুগ তদন্ত ও প্রয়োজনীয় আইনি পদক্ষেপের দাবি জানান। তারা আরও হুঁশিয়ারি দেন, যদি যথাযথ ব্যবস্থা গ্রহণ না করা হয়, তবে তারা আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন। এ বিষয়ে যে কোনো অপ্রীতিকর ঘটনার দায়ভার প্রশাসনকে নিতে হবে বলেও উল্লেখ করেন।

মানববন্ধনে কয়েক শতাধিক নারী-পুরুষ, অভিভাবক ও সচেতন নাগরিক উপস্থিত ছিলেন।