আদমদীঘি প্রতিনিধি-
বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে জিআরপি থানা আওয়াতাধীন আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম স্টেশন সংলগ্ন রেলক্রসিং-এ ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহটি গামী আন্তঃনগর চিলহাটি এক্সপ্রেসের সাথে এক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন জন আরোহীর মধ্যে ঘটনাস্থলেই ২ জন নিহত ও ১ জন আহত অবস্থায় চিকিৎসাধীনঅবস্থায় রয়েছেন ।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার(১অক্টোম্বর) দিবাগত রাত ১২টায় ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহটি গামী আন্তঃনগরী ট্রেনটি ছাতিয়ানগ্রাম রেলক্রসিং(রেলগেইট) অতিক্রম করার সময় ছাতিয়ানগ্রাম বাজার থেকে আদমদীঘি অভিমুখে যাওয়ার সময় অসাবধানতা বসত রেলক্রসিং পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তিন জন আরোহী সহ ট্রেনের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলটি চুর্ণ-বিচুণ হয়ে যায় এবং ঘটনাস্থলেই সান্তাহার ইউনিয়নের উৎরাইল বামনীগ্রামের মৃত নয়নের ছেলে তৌফিক (২১) একই গ্রামের হেলাল সাখিদারের ছেলে মারুফ (২১) মৃত্যু বরণ করেন। একই গ্রামের রহিমের ছেলে আকাশ-কে(২১) গুরুতর আহত অবস্থায় বগুড়া শজিমেক হাসপাতালে পেরণ করা হয়।
ছাতিয়ান গ্রাম ইউনিয়ন স্হানীয় বাসিন্দারা বলছেন, রেলওয়ের দায়িত্বহীনতায় এমন দুর্ঘটনা প্রতিনিয়তই ঘটছে। একটা লোকদিয়ে ২৪ ঘন্টা ডিউটি করে নিচ্ছেন রেলওয়ে কর্তৃপক্ষ।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান বলেন, খবর পেয়েই তাৎখনিকভাবে ঘটনাস্থল থেকে দুটি লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি এবং পরিবারের অনুরোধক্রমে লাশ দুটি তাদের নিকট হস্তান্তর করা হয়। একজন গুরুতর জখম অবস্থায় শহিদ জিয়াউর রহমান মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এই ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।