বিশেষ প্রতিনিধি, মহম্মদপুর থেকে, সাফি বিল্লাহ :
মাগুরা জেলা, মহম্মদপুর উপজেলার “মহম্মদপুর প্রেসক্লাব” এর সভাপতি নির্বাচিত হয়েছেন বিপ্লব রেজা বিকো ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাহামুদুন নবী।
১২ এপ্রিল শুক্রবার “মহম্মদপুর প্রেসক্লাব” এর সভায় সকল সাংবাদিক উপস্থিতি হয়ে উক্ত প্রেসক্লাবের সাংবাদিকদের সম্মতিক্রমে দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিনিধি বিপ্লব রেজা বিকোকে সভাপতি পদে আর দৈনিক মানব জমিন পত্রিকার প্রতিনিধি মাহামুদুন নবীকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করেন।
এর আগে সভাপতি ছিলেন দৈনিক সমকালের প্রতিনিধি মোঃ কামরুল হাসান ও সাধারণ সম্পাদক ছিলেন গ্রামের কাগজের প্রতিনিধি এস.আর হান্নান।
প্রেসক্লাবটিতে নতুন মুখ আসায় সকলে তাদের মঙ্গল কামনা করেন।