আসাদুজ্জামান সজীব
আমরা সবাইকে নয়িে বেঁচে থাকতে চাই। করোনা মহামারীর মধ্যওে আমরা পরস্পররে পাশে থাকবো। জাতীয় প্রসে ক্লাবরে সাধারণ সম্পাদক ইলয়িাস খান আজ পজিএিফ আয়োজতি অনুষ্ঠানে এ কথা বলনে।
আজ রোববার (২মে) রাজধানীর তোপখানায় এক অনুষ্ঠানে প্রধান অতথিি হসিবেে তার বক্তব্যে তনিি এ কথা বলনে। ঢাকাস্থ পটুয়াখালী র্জানালস্টিস ফোরামরে (পজিএেফ) উদ্যোগে সংগঠনরে অস্থায়ী র্কাযালয়ে সংগঠনরে সদস্যদরে জন্য ঈদ উপহার সামগ্রী বতিরণ উপলক্ষে এক অনুষ্ঠানরে আয়োজন করা হয়।
উক্ত ঈদ উপহার সামগ্রী বতিরণ অনুষ্ঠানে সভাপতত্বি করনে পজিএেফ সভাপতি ও বাংলাদশে ফডোরলে সাংবাদকি ইউনয়িনরে (বএিফইউজ)ে র্কাযনর্বিাহী কমটিরি সদস্য আ স ম জাকরি হোসনে।
এ সময় অন্যান্যরে মধ্যে উপস্থতি ছলিনে পজিএেফ সাধারণ সম্পাদক সাইখুল ইসলাম উজ্জ্বল, সংগঠনরে সহ-সভাপতি মো. মজবিুর রহমান, র্অথ সম্পাদক হানজালা শহিাব, দফতর সম্পাদক গনশে চন্দ্র হাওলাদার ও দনৈকি খবর বাংলাদশেরে সনিয়ির স্টাফ রপর্িোটার ও সংগঠনরে সদস্য আসাদুজ্জামান সজীব প্রমুখ।
ঈদ উপহার সামগ্রী হসিবেে প্রতটিি প্যাকটেে ছলি পোলাও চাল, গুঁড়া দুধ, চিনি সয়াবনি তলে, সমোই, নুডলস, গায়রে সাবান, কাপড় কাছার ডটিারজন্টে পাউডার, কসিমসি ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী। সংগঠনরে শতাধকি সদস্যরে প্রত্যকে পরবিারে এসব ঈদ উপহার পৌঁছে দয়োর ব্যবস্থা করা হয়।