ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন নাগরিক জীবন’র সব ক্ষেত্রেই রয়েছে পুলিশের অবস্থান- ডিএমপি কমিশনার স্বামী-স্ত্রীর ঝগড়াকে কেন্দ্র করে স্বামীর পরিবারের ৭ জনকে পিটিয়ে আহত পটুয়াখালী পৌর কৃষকলীগ নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল! একসঙ্গে ৩ মামলায় জামিন পেলেন মামুনুল হক কুষ্টিয়ায় জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান তীব্র দাবদাহে নওগাঁয় রেড ক্রিসেন্ট সোসাইটি’র বিনামূল্যে পানি বিতরণ দ্বাদশ জাতীয় সংসদের ‘দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত নওগাঁয় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড শিশু অধিকার বিষয়ক সচেতনতা সৃষ্টিতে মিডিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ- স্পীকার

ফরিদপুরে ভুমি অধিগ্রহণ নিয়ে সাবেক জেলা প্রশাসকসহ পান্না গ্রুপের এমডির বিরুদ্ধে মামলা-(পর্ব-১)

তাওহিদুল ইসলাম

ক্ষমতা আর টাকার দাপটে প্রশাসনের সহযোগীতায় অসহায় ব্যক্তির জমি দখল ও অধিগ্রহণ করে নিয়েছেন পান্না গ্রুপ। ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আলতু খান জুট মিলের ভিতরে থাকা দেশ বিদেশে আলোচিত পান্না গ্রুপের ভলবো ব্যাটারীর সীসা গলানোর কারখানা এটি। মধুখালি উপজেলাধীন পরক্ষিতপুর গ্রামের আলতু খান জুট মিলের ভিতরে হাজার হাজার শ্রমিক কর্মরত থাকা সত্ত্বেও, দিনে রাতে সীসা গলানোর কারনে আশপাশের কয়েকটি গ্রাম জুড়ে দেখা দেয় তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত সাদা কালো ধোয়া। এতে ক্রমান্বয়ে নষ্ট হচ্ছে আবাদি ফসল ও ফসলি জমি। ক্ষতিগ্রস্থ হচ্ছে অসহায় কৃষক পরিবার,বাড়ছে বিভিন্ন রোগবালাই সহ স্বাস্থ্যের ঝুঁকি।ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের কিছু অসাধু কর্মচারীকে ম্যানেজ করে পরিবেশের অবস্থান গত ছাড়পত্র নেয় ১৩-১২-২০১২ সালে। প্রতিবছর নবায়নের নিয়ম থাকলেও ভলবো ব্যাটারীর সীসা তৈরীর সর্বশেষ নবায়ন করা হয় ২০-৩-২০১৭ সালে। পুনরায় নবায়ন না করে দিব্বি চালিয়ে যাচ্ছেন তাদের এই কর্মকান্ড। ঘনবসতিপূর্ণ এলাকায় আলতুখান জুট মিলের পাশে থাকা মধুখালী মৌজা- বি এস ৯৩ নং পরক্ষিতপুর, খতিয়ান ১৪২-ও ১৪৩ বি এস দাগ নং ২৮৩ ও ২৮৫ দাগের মোট (১০৩) শতাংশ জমি পৈত্রিক সূত্রে মালিক গোন্দারদিয়া গ্রামের সাইদ শেখ। আলতুখান খান জুট মিল করার পরেই শুরু করেন ভলবো ব্যাটারী সীসা রিফাইনিং এর কারখানা। পরিমান মতো জায়গা না পাওয়ায় জুট মিল কর্তৃপক্ষ কথা বলেন পাশের জমির মালিক সাইদ শেখের সাথে। চলমান বাজারের জমির দামের সাথে না মিলায়,ক্ষমতা ও টাকার গরম দেখিয়ে জমি দখল করা সহ ভয়ভীতি দেখান আলতু খান মিল কর্তৃকপক্ষ।এ বিষয়ে জমির মালিক সাইদ শেখ ও তার ছেলে সোহান শেখ মধুখালী থানায় অভিযোগ করতে গেলেও থানা থেকে বের করে দেন পুলিশ সদস্যরা। ২০১২ সালে ফরিদপুরের তৎকালীন জেলা প্রসাশক হেলালুদ্দীন আহমেদ (ভুমি) অধিগ্রহণ আইন দেখিয়ে (১০৩) শতাংশ জমি অধিগ্রহণ করেছেন। গোপন সূত্রে জানা যায়, মোটা অংকের ঘুষ বাণিজ্যের মাধ্যমে (ভুমি) অধিগ্রহণ আইন দেখিয়ে আলতু খান জুট মিল কর্তৃপক্ষ (১০৩) জমি মিউটেশনও করে নেন। এ ঘটনায় দোষী ব্যক্তিদের কে শাস্তি দেওয়া ও জমি পুনরুদ্ধারের জন্য জমির মালিক সাইদ শেখ,সম্প্রতি ২০১২ সালের ফরিদপুর জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমেদ, সফিকুর রেজা বিশ্বাস অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), শাহারিয়া আহমেদ ভুমি অধিগ্রহণ কর্মকর্তা, আলমগির বিশ্বাস (কানুনগো), সজল খন্দকার (সার্ভেয়ার ১) নজরুল ইসলাম (সার্ভেয়ার ২) আলতু খান জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক লোকমান খান সহ ২০১৩ সালে এই ৭ কর্মকর্তার বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেন ভুক্তভোগী। তবে সাবেক এই জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমেদ পদন্নোতি পেয়ে বর্তমান স্থানীয় সরকার মন্ত্রাণলয়ের সিনিয়র সচিব হিসেবে কর্মরত আছেন। এ বিষয়ে হেলালুদ্দীন আহমেদ এর সাথে মুঠো ফোনে জমির মালিক ছাড়া ভুমি অধিগ্রহণ ও মামলা চলমান নিয়ে জানতে চাইলে তিনি জানান,আমার বিরুদ্ধে মামলা হয়েছে আমি আপনার মুখে শুনলাম। যদি আমার বিরুদ্ধে মামলা হয়ে থাকে তাহলে আমাকে উকিল নোটিশ দেওয়ার কথা,আপনি একজন সাংবাদিক একটু ভেবে দেখুন কিভাবে মামলা হয়েছে,আর আমার জানা মতে সরকারি নিয়মনিতি অনুযায়ী ভুমি অধিগ্রহণ সম্পুর্ন হয়েছে। জমির মালিক সাইদ শেখ জানান, এই জমি বাজার দরের থেকে কম দামে কিনতে চেয়েছিলেন বিধায় আমি জমি দেইনি, মিল মালিক লোকমান খানের ভাই বাদশা খান বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখিয়ে জোর করে লিখে নিতে চেয়েছিলেন।ফরিদপুরের সাবেক জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমেদ এর সহযোগীতায় একই অফিসের কর্মকর্তাদের মাধ্যমে ভুমি অধিগ্রহণ আইন দেখিয়ে (১০৩) শতাংশ জমি অধিগ্রহণ করে নেন। ভুমি অধিগ্রহণ আইন হিসেবে জমির মুল্য যে পরিমান টাকা পাওয়ায় কথা তার তুলনায় অনেক কম টাকা দেওয়ার কথা বলেন তারা,এবং জমির কাগজপত্র দেখার নামে বিভিন্ন নাটক শুরু করেন মিল মালিকের ভাই বাদশা খান। এ বিষয়ে বাদশা খানের কাছে মুঠো ফোনে জানতে চাইলে তিনি জানান, যখন আমরা এই ভলবো ব্যাটারীর শিষা কারখানাটির জন্য জমি কেনা শুরু করি তখন আমাদের জুট মিলের পাশে থাকা সাইদ শেখের, ভিটা ও নাল জমির বাজার মুল্য হিসাবে তাদেরকে দেওয়ার চেষ্টা করি। জমির মালিক রাজি হয়েও শুরু করেন তালবাহানা, পরে জানতে পারি ঐ জমির ভিতরে ১৩ শতাংশ জমি আরেক ভাগিদারের, তিনি আরও বলেন, এই জমি বাবদ (৩৬) লক্ষ টাকা আমরা সরকারের ঘরে জমা দিয়েছি। তবে জমির মালিক ছাড়া কিভাবে অধিগ্রহণ করা হলো জানতে চাইলে, তিনি সাবেক এই জেলা প্রশাসকের দোহাই দিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এদিকে আলতু খান জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক লোকমান খানের মুঠোফোনে বার বার যোগাযোগের চেষ্টা করেও বন্ধ পাওয়া যায়, কথা হয় তার ব্যক্তিগত সহকারী মোঃ জয়নাল এর সাথে, তিনি বলেন স্যার কে কি দরকার স্যার দেশের বাহিরে আছেন আমাকে বলতে পারেন, আর হ্যাঁ ভুমি অধিগ্রহণের মাধ্যমে পান্না গ্রুপ জমি নিয়েছে। তবে জমির মালিক সাইদ শেখ কে কয়েকবার জেলা প্রশাসক কার্যালয়ে আসার জন্য চিঠিও দিয়েছে কিন্তু তারা আসেনি।

ট্যাগস

সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ফরিদপুরে ভুমি অধিগ্রহণ নিয়ে সাবেক জেলা প্রশাসকসহ পান্না গ্রুপের এমডির বিরুদ্ধে মামলা-(পর্ব-১)

আপডেট টাইম : ০৭:১৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২

তাওহিদুল ইসলাম

ক্ষমতা আর টাকার দাপটে প্রশাসনের সহযোগীতায় অসহায় ব্যক্তির জমি দখল ও অধিগ্রহণ করে নিয়েছেন পান্না গ্রুপ। ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আলতু খান জুট মিলের ভিতরে থাকা দেশ বিদেশে আলোচিত পান্না গ্রুপের ভলবো ব্যাটারীর সীসা গলানোর কারখানা এটি। মধুখালি উপজেলাধীন পরক্ষিতপুর গ্রামের আলতু খান জুট মিলের ভিতরে হাজার হাজার শ্রমিক কর্মরত থাকা সত্ত্বেও, দিনে রাতে সীসা গলানোর কারনে আশপাশের কয়েকটি গ্রাম জুড়ে দেখা দেয় তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত সাদা কালো ধোয়া। এতে ক্রমান্বয়ে নষ্ট হচ্ছে আবাদি ফসল ও ফসলি জমি। ক্ষতিগ্রস্থ হচ্ছে অসহায় কৃষক পরিবার,বাড়ছে বিভিন্ন রোগবালাই সহ স্বাস্থ্যের ঝুঁকি।ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের কিছু অসাধু কর্মচারীকে ম্যানেজ করে পরিবেশের অবস্থান গত ছাড়পত্র নেয় ১৩-১২-২০১২ সালে। প্রতিবছর নবায়নের নিয়ম থাকলেও ভলবো ব্যাটারীর সীসা তৈরীর সর্বশেষ নবায়ন করা হয় ২০-৩-২০১৭ সালে। পুনরায় নবায়ন না করে দিব্বি চালিয়ে যাচ্ছেন তাদের এই কর্মকান্ড। ঘনবসতিপূর্ণ এলাকায় আলতুখান জুট মিলের পাশে থাকা মধুখালী মৌজা- বি এস ৯৩ নং পরক্ষিতপুর, খতিয়ান ১৪২-ও ১৪৩ বি এস দাগ নং ২৮৩ ও ২৮৫ দাগের মোট (১০৩) শতাংশ জমি পৈত্রিক সূত্রে মালিক গোন্দারদিয়া গ্রামের সাইদ শেখ। আলতুখান খান জুট মিল করার পরেই শুরু করেন ভলবো ব্যাটারী সীসা রিফাইনিং এর কারখানা। পরিমান মতো জায়গা না পাওয়ায় জুট মিল কর্তৃপক্ষ কথা বলেন পাশের জমির মালিক সাইদ শেখের সাথে। চলমান বাজারের জমির দামের সাথে না মিলায়,ক্ষমতা ও টাকার গরম দেখিয়ে জমি দখল করা সহ ভয়ভীতি দেখান আলতু খান মিল কর্তৃকপক্ষ।এ বিষয়ে জমির মালিক সাইদ শেখ ও তার ছেলে সোহান শেখ মধুখালী থানায় অভিযোগ করতে গেলেও থানা থেকে বের করে দেন পুলিশ সদস্যরা। ২০১২ সালে ফরিদপুরের তৎকালীন জেলা প্রসাশক হেলালুদ্দীন আহমেদ (ভুমি) অধিগ্রহণ আইন দেখিয়ে (১০৩) শতাংশ জমি অধিগ্রহণ করেছেন। গোপন সূত্রে জানা যায়, মোটা অংকের ঘুষ বাণিজ্যের মাধ্যমে (ভুমি) অধিগ্রহণ আইন দেখিয়ে আলতু খান জুট মিল কর্তৃপক্ষ (১০৩) জমি মিউটেশনও করে নেন। এ ঘটনায় দোষী ব্যক্তিদের কে শাস্তি দেওয়া ও জমি পুনরুদ্ধারের জন্য জমির মালিক সাইদ শেখ,সম্প্রতি ২০১২ সালের ফরিদপুর জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমেদ, সফিকুর রেজা বিশ্বাস অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), শাহারিয়া আহমেদ ভুমি অধিগ্রহণ কর্মকর্তা, আলমগির বিশ্বাস (কানুনগো), সজল খন্দকার (সার্ভেয়ার ১) নজরুল ইসলাম (সার্ভেয়ার ২) আলতু খান জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক লোকমান খান সহ ২০১৩ সালে এই ৭ কর্মকর্তার বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেন ভুক্তভোগী। তবে সাবেক এই জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমেদ পদন্নোতি পেয়ে বর্তমান স্থানীয় সরকার মন্ত্রাণলয়ের সিনিয়র সচিব হিসেবে কর্মরত আছেন। এ বিষয়ে হেলালুদ্দীন আহমেদ এর সাথে মুঠো ফোনে জমির মালিক ছাড়া ভুমি অধিগ্রহণ ও মামলা চলমান নিয়ে জানতে চাইলে তিনি জানান,আমার বিরুদ্ধে মামলা হয়েছে আমি আপনার মুখে শুনলাম। যদি আমার বিরুদ্ধে মামলা হয়ে থাকে তাহলে আমাকে উকিল নোটিশ দেওয়ার কথা,আপনি একজন সাংবাদিক একটু ভেবে দেখুন কিভাবে মামলা হয়েছে,আর আমার জানা মতে সরকারি নিয়মনিতি অনুযায়ী ভুমি অধিগ্রহণ সম্পুর্ন হয়েছে। জমির মালিক সাইদ শেখ জানান, এই জমি বাজার দরের থেকে কম দামে কিনতে চেয়েছিলেন বিধায় আমি জমি দেইনি, মিল মালিক লোকমান খানের ভাই বাদশা খান বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখিয়ে জোর করে লিখে নিতে চেয়েছিলেন।ফরিদপুরের সাবেক জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমেদ এর সহযোগীতায় একই অফিসের কর্মকর্তাদের মাধ্যমে ভুমি অধিগ্রহণ আইন দেখিয়ে (১০৩) শতাংশ জমি অধিগ্রহণ করে নেন। ভুমি অধিগ্রহণ আইন হিসেবে জমির মুল্য যে পরিমান টাকা পাওয়ায় কথা তার তুলনায় অনেক কম টাকা দেওয়ার কথা বলেন তারা,এবং জমির কাগজপত্র দেখার নামে বিভিন্ন নাটক শুরু করেন মিল মালিকের ভাই বাদশা খান। এ বিষয়ে বাদশা খানের কাছে মুঠো ফোনে জানতে চাইলে তিনি জানান, যখন আমরা এই ভলবো ব্যাটারীর শিষা কারখানাটির জন্য জমি কেনা শুরু করি তখন আমাদের জুট মিলের পাশে থাকা সাইদ শেখের, ভিটা ও নাল জমির বাজার মুল্য হিসাবে তাদেরকে দেওয়ার চেষ্টা করি। জমির মালিক রাজি হয়েও শুরু করেন তালবাহানা, পরে জানতে পারি ঐ জমির ভিতরে ১৩ শতাংশ জমি আরেক ভাগিদারের, তিনি আরও বলেন, এই জমি বাবদ (৩৬) লক্ষ টাকা আমরা সরকারের ঘরে জমা দিয়েছি। তবে জমির মালিক ছাড়া কিভাবে অধিগ্রহণ করা হলো জানতে চাইলে, তিনি সাবেক এই জেলা প্রশাসকের দোহাই দিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এদিকে আলতু খান জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক লোকমান খানের মুঠোফোনে বার বার যোগাযোগের চেষ্টা করেও বন্ধ পাওয়া যায়, কথা হয় তার ব্যক্তিগত সহকারী মোঃ জয়নাল এর সাথে, তিনি বলেন স্যার কে কি দরকার স্যার দেশের বাহিরে আছেন আমাকে বলতে পারেন, আর হ্যাঁ ভুমি অধিগ্রহণের মাধ্যমে পান্না গ্রুপ জমি নিয়েছে। তবে জমির মালিক সাইদ শেখ কে কয়েকবার জেলা প্রশাসক কার্যালয়ে আসার জন্য চিঠিও দিয়েছে কিন্তু তারা আসেনি।