ইদানীং নিজের প্রতি অনেক ঘৃণা ও নিজেকে ছোটলোক মনে হয় বলে ফেসবুকে পোস্ট লিখেছেন চিত্রনায়ক জয় চৌধুরী।
চলচ্চিত্র অঙ্গনে জায়েদ খানের অনুসারী বলে পরিচিত এই অভিনেতা শিল্পী সমিতির নির্বাচনে মিশা-জায়েদ প্যানেল থেকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন।
রবিবার রাতে ‘অন্তর জ্বালা’ সিনেমার এ অভিনেতা লেখেন, ‘২০ কোটি মানুষের মধ্যে মাত্র ৪২৮ জন শিল্পী বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির অন্তর্ভুক্ত। গর্ব করতে ইচ্ছে করে যে সমিতিতে রাজ্জাক, ফারুক, সোহেল রানা, উজ্জ্বল, আলমগীর স্যারসহ আরও অনেক লিজেন্ডরা রয়েছেন, সেখানে আমিও একজন সদস্য এবং সমিতির নেতৃত্ব দিতে এসেছি। কিন্তু ইদানীং নিজের প্রতি অনেক ঘৃণা ও নিজেকে ছোটলোক মনে হয়।’
জয়ের এই পোস্ট অনেকের মাঝেই কৌতূহল তৈরি করেছে। জায়েদ খানের অনুগত অভিনেতা হঠাৎ এমন পোস্ট কেন লিখলেন? বিষয়টি নিয়ে অনেকেই মন্তব্য করে বিস্তারিত জানতে চাইছেন। তবে আর কথা বাড়াননি জয়।
২৮ জানুয়ারির নির্বাচনে শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হন ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক হন জায়েদ খান। এরপর নির্বাচনে কারচুপি ও একাধিক অভিযোগ আনেন জায়েদের প্রতিদ্বন্দ্বী নিপুণ।